নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। ছিপ বালিকা ।। - আহমেদ রুহুল আমিন ।

২৪ শে জুন, ২০২৪ রাত ১০:২৬

বাপ গেছে তার পাথরঘাটায়
মা গেছে চা বাগানে,
রাতের খাবার জুটবে কী আজ
সে খবর'তো মা জানে ।
বন্ধুরা তার এই সময়ে
বউচি খেলায় ব্যস্ত,
ভাতের সাথে তরকারির ভার
তার উপরেই ন্যস্ত ।
লিকলিকে তার হাত- পা-শরীর
ছিপের মতোই গড়ন তার,
সংসারেতে এই বয়সেই
নিচ্ছে নিজের ভরণ তার ।
বাম হাতে তার জ্বালের হাতল
হেচকা টানে ডানখানা,
ছিপজ্বালে কী আটকা পড়ে
একটা -দু'টো 'ডানকানা' ।
জ্বালে- জলে শরীরে টান
সর্বশক্তি দিয়ে হাঁক,
ছিপজ্বাল নেয় শূণ্যে তুলে
ছিপের মতোই শরীর বাঁক ।
ক'দিন পরেই ছিপ বালিকা
ধরবে নিজ সংসারের হাল,
ছিপ শরীরে বাঁক নিবে তার
'জীবন' নামের ছিপজ্বাল ।
==========

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.