![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
বৈষম্যহীন সমাজ গড়ার
যারাই বায়না ধরে,
নির্ঘাত তার ঠিকানা জেনো
বদ্ধ ‘আয়নাঘরে’ ।
জাতি যখন দিবা নিদ্রায়
থাকে আঁধার ঘুমে,
তার দমণনীতি বিরুদ্ধমত
ব্যস্ত আস্ত গুমে।
কালোকে যারা কালো বলে
সাদাকে বলে সাদা,
নিত্য জেনো ‘আয়নাঘরে’
তাদের জীবন বাঁধা।
তুমি যদি বিরুদ্ধমত
তোমার সাথে আড়ি,
তোমার জন্য রেডি যে তার
কালো গ্লাসের গাড়ি।
কালো কাপড়ে বাঁধা মুখ
- চোখ বন্ধ তার,
বছরের পর বছর যাবে
ঘোর অন্ধকার।
দ্রোহের যতো আমজনতা
‘আয়নাঘরের’ ফাঁদে,
বিচারের বাণি নিত্য সদা
নিভৃতে কাঁদে ।
নির্যাতনের বিদ্যুৎ শক্
আর আছে মারের চোট,
আম-জনতা দিছে তাকে
‘আয়নাঘরের’ ভোট।
দেশটা তার বাপের তালুক
যাক লাখ তাজা প্রাণ,
দেশজুড়ে আজ ভাসে -ভাসুক
‘রক্ত নদীর’ বান।
তার আছে চাটুকার দল
মোদী- আদানী,
এখন ভয়ে পালায় যদি খায়
'পাবলিক পেদানী' ।
---------------
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩০
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য ।
২| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৭
করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩০
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২০
বিদ্রোহী পুরুষ বলেছেন: অসাধারন ছন্দ মিলিয়ে কবিতা হয়েছে ভাই। দারুন।