নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

‘আকাশ নদী’ ।

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৪

এক পৃথিবী -এক মানুষ -
এক মাটির কর্ষন,
স্রষ্টা দিল তাঁর মহিমায়
জমিনে বর্ষন।

সেই বর্ষনে রেজেক সবার
পশু- মানুষ কুল,
নিজস্বার্থে অন্ধ মানুষ
এমনিতেই ব্যাকুল।

সবার জন্য ভালোবাসা
অসীম রাশি রাশি,
স্রষ্টা দিল সবার ভাগে
সমান জলরাশি।

কিন্তু মানুষ মানুষ'তো নয়
হায়েনা-নেকড়ে,
গোগ্রাসে গিলবে একাই
মানচিত্র কেড়ে ।

মানুষ কুলের ভালবাসা
দিব্যি হারায় যদি,
অনেক ভেবে স্রষ্টা দিল
একটি 'আকাশ নদী'।

'নদীখেকো দেশ' ও মানুষ
তোমরা যতোই ভাবো,
'আকাশ নদী' বলে তোদের
মানচিত্র খাবো ।

গোগ্রাসে গিলবো যতো
কাটাতারের বেড়া,
দেশ- সীমানা- প্রাচীর খাবো
মানব সৃষ্ট ঘেরা।

পরিবর্তনের নতুুন ধারায়
এখন 'জলবায়ু',
দেশে-দেশে মানুষ হারায়
সহায় -সম্পদ - আয়ু।
----------------------------
ফটো কার্টেসী : বিবিসি বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.