নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। আবু সাঈদ ।।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮

ধ্বংস যখন 'মানবতা'
ধ্বংস বিবেক- বিচার,
ধ্বংস 'ন্যায়- নীতি' যখন
একমাত্র ফিচার।
নষ্ট মানুষ- নষ্ট জাতি
জাল জড়ানোর ফন্দি,
জাতির সকল বিবেক যখন
'আয়নাঘরে' বন্দি।
একটিই শব্দ 'বৈষম্যের'
নিয়ামক 'সালসাবিল',
সবাই যেন 'আবরাহার' এক-
একটি 'আবাবিল' ।
এখনো মিছিল কানে বাজে
'পানি লাগবে পানি...?'
সম্ভাবনার দিগন্ত যে
তাকে 'মুগ্ধ'বলে জানি।
মিছিল ছিল তারুণ্যের
নুতন বাংলা গড়ার,
যাদের জানি কুম্ভকর্ণ
সাধ্য'যে নাই লড়ার।
সেই তরুণেরা জীবন দিল
বুলেট বোমা চুমি,
সবাই তখন 'আবু সাঈদ'
কাঁপালো মাতৃভুমি।
-------------------------
###########################
গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না.....!! এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়......!!!" -সাবেক স্বরাস্ট্রমন্ত্রীকে ভিডিও দেখানো পুলিশ সদস্য ইকবাল ।
---------এখানেই ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ....! ছাত্ররা তখন সবাই আবু সাঈদ হয়ে গিয়েছে!! আসছে ফাল্গুনে তারা দ্বিগুণ হতে চেয়েছিল...!! সেখানেই স্বৈরাচারের ভীত নড়ে গিয়েছিল...!!! স্বৈরাচারেরা জানেনা যে দেশ একদিন জনযুদ্ধে পৃথিবীর একটি শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করেছিল, সেই মুক্তিযোদ্ধাদের রক্ত এই প্রজন্ম ধারণ করে। সুতরাং এই জাতি কোনদিন মাথা নোয়াবার নয় ।

----++-----------+++++----------+++-------+++

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.