নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ।

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

ইলিশ কাব্য

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৫

আগের দিনে সাগর নদী
‘ইলিশে’ ছিল ভরা,
গরীব জেলের নগদ লাভে
হাত ছিল কড়কড়া ।

নৌকাভরা ইলিশ যেতো
নিকট গঞ্জ হাটে,
অল্প লাভেই মহাজনের
সুখেই দিন কাটে।

মহাজনদের ছিলনা'তো
বেশী লাভের ফন্দি,
মজুদ ইলিশ থাকতো'না আর
গুদামঘরে বন্দি।

দুরদেশ -গ্রামে - গঞ্জে যেতে
সময় যেতো গচা,
রসনাতৃপ্তির ঢেকুর তোলা
ইলিশ থাকতো পঁচা ।

গরীব- ধনির পাতে পঁচা
ইলিশ ছিল স্বাদের,
কেউ কোনদিন ভাবেনি'তো
এদিন আসবে তাদের।

ইলিশ নিয়ে এখন শুধু
ধান্দাবাজির খেলা,
সিন্ডিকেট আর দাদনখোরের
জমেছে হাট- মেলা।

গরীব জেলের রক্ত শুষে
মহাজনি কারবার,
কোল্ডস্টোরে মজুদ রেখে
দাম বাড়ায় বারবার।

রসনাতৃপ্তির ইলিশ এখন
মিলেনা হাজার টাকায়,
আমজনতার দিন কাটে আজ
রসনা বাজার ফাঁকায়।

ইলিশ এখন বড়লোকের
‘সুপারশপ’ আর ‘ফ্রিজে’,
হারামখোরের উপরিপাওনা
‘পুকুরচুরির ব্রীজে’।

আমজনতা ‘স্বাদ’ খোঁজে আজ
চাষের মাছে ফাংগাসে,
সিলভারকাপ,তেলাপিয়া,
স্বরপুঁটি আর পাঙ্গাশে ।
----------------------
ফটোকার্টেসী : সাটারস্টক

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ইলিশ কাব্য।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.