![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
আলু, পেয়াজ, রসুন, মরিচ
নানান আনাজ- তরকারী,
নিত্য খেতে লাগে সব
ক্ষেতচাষে যা দরকারি।
লাউ, সীম আর বরবটিতে
জাঙ্গলা দিতে পাহারা,
আপনা হতে আনাজ ক্ষেতে
বিষম খেতো যাহারা।
দু-ঠেঙ্গিতে ঢিল ছুড়ে আর
চার-ঠেঙ্গিতে বেত খায়,
ক্ষেতের মাঝে বেড়া দিতে
বেড়ায় নাকি ক্ষেত খায়।
ক্ষেত- খামারের পরিচর্যায়
বদ-নজর সব এড়াতে,
জাঙ্গলা ক্ষেত ঢেকে দিলো
কাটাতারের বেড়াতে ।
কাটাতারের বেড়া দিয়ে
কপাল হলো ফাটা তার,
ক্ষেতই যখন বেড়া খায়
জীবন হলো কাটাতার।
------------------
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৯
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৪
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর