নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

এই টাকা..

০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১

এই 'টাকায়' থাকে
সবার মনে নিত্য সুখ,
এই 'টাকা' দেখায়
আঁধার মাঝে আলোর মুখ ।

এই 'টাকা' কিনা
'অর্থ'- অনর্থের মুল,
এই টাকা বিনা
হয়না রক্ষা স্বার্থ - কুল ।

এই 'টাকা' যখন
'রুজি' কোথাও নামে 'কামাই',
এই 'টাকা' এখন 'রোজগারীতে'
'টাকা' 'মামা'ই ' ।

এই টাকার পিছে
নিত্য ঘুরে জীবন কাবার,
এই 'টাকায়'ই আসে
অনায়াসে পিছে আবার ।

এই 'টাকার' কারণ -
রেষারেষি নিত্য খুন,
এই 'টাকায়' মেলে স্বার্থ
হাজার কয়েক গুণ ।

এই 'টাকায়' সবাই
বধির কিংবা বোবা- কানা,
এই 'টাকায়'ই জ্বালায় -
'বংশবাতি- দাদা- নানা' ।

এই 'টাকায়' আনে
'টাকার' খনি- 'টাকায়' 'টাকা',
এই 'টাকা' বিহীন
মিথ্যে ভুবন শুধুই ফাঁকা ।

এই 'টাকায়' মানুষ
'বাটপার' আর 'মিথ্যেবাদী',
এই 'টাকা' 'তুচ্ছ' ভাবে- 'পুচ্ছ'
শেখ সাদী ।

এই 'টাকার' কষ্ট- বড় কষ্ট
যতোই ভাবি,
এই 'টাকা' নষ্ট-
করে- অনিষ্ট 'বেহিসেবি' ।
==========

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩১

শায়মা বলেছেন: সবকিছুর পরেও সেই টাকাই ..... :)

মজার কাব্য! :)

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: টাকা থাকলেও জ্বালা

না থাকলে তো চলেই না

সুন্দর হয়েছে

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ ।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: টাকা শুধু খরচের জন্য। জমিয়ে রাখার জন্য না।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.