নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
শুন'গো মানুষ ভাই-
'সবার উপর মানুষেরে' -
সকল ধর্মে দিয়েছে ঠাঁই ।
দেশ,জাতি,ভাষা মানুষ এনেছে
মানুষের কল্যাণে,
সেখানে বিভেদ দেয়াল কেন
'মানুষ' মূল্যায়নে ?
'ধর্ম - জাতির উর্দ্ধে' যাদের
'মানুষই' পরিচয়,
তাঁদের রয়েছে আবেগ-আহ্লাদ-
দুঃখ'টাও নিশ্চয় ।
'রোহিঙ্গারা' আজ ভিটেমাটি ছাড়া
'মানুষের' কারণে ,
বুঝবে কখন বিশ্ব- বিবেক
মৃত্তিকা ধারণে ।
ঘুম নেই চোখে অনিশ্চয়তা
কুড়ে খায় আজ তারে ,
স্বরণকালের 'শরণার্থী এরা
'মৃত্যু'তো কড়া নাড়ে ... !!
_____________
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: পড়লাম।