![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
এক প্রজন্ম এসেছিল
মলিন তখন মায়ের মুখ,
তাদের ছিল সূর্য আনার
আলোর মিছিল উম্মূখ ।
মায়ের শেখা মুখের বুলি
কাড়লো ভীন গাঁয়ের লোক,
সেই প্রজন্ম রক্ত দিয়ে
পুরলো কীনা মায়ের শোক।
মায়ের মলিন মুখের হাসি
কিছুতেই না ভরে মন,
সেই প্রজন্ম আনলো ছিড়ে
সূর্যটারে করে দমন ।
মায়ের ছেড়া আঁচল জমিন
করলো হাতে নিত্য চাষ,
সবুজ হয়ে ভরলো ক্ষেতের
মুঠো ফসল বারো মাস ।
নুতন নুতন সুর তুলে মন
ভরলো হাজার বাঁশিতে,
এখন কীনা মুক্তো ঝরে
মায়ের মুখের হাসিতে ।
এই প্রজন্ম আনলো দেশে
আলোর মাঝে অন্ধকার,
মেঘে ঢাকা সূর্য এখন
মায়ের মুখ বন্ধ তাঁর ।
কাক হয়ে কাকের মাংস
খেয়ে জাতির মহাসুখ,
ভাইয়ের রক্তে স্নান করে ভাই
মলিন আবার মায়ের মুখ ।
-------------
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ওকে।