নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

নদীর কান্না

১১ ই জুলাই, ২০২৫ রাত ১০:১৭

মহাকাশে ভাসছে এক
অথৈ জলের নদী-
সেই নদীরই গভীর জলে
স্বপ্ন আনে বান,
বানভাসী সব মানুষ যখন
কাঁদছে নিরবধি-
নদী তখন মানচিত্র খায়
বুকে স্রোতের টান ।

নদীখেকো মানুষ যখন
স্বার্থে বাঁধে বাঁধ-
মাটির নদী কাঁদছে নিত্য
স্বপ্ন ভাঙ্গে বলে,
কিষাণ মানুষ ফুঁসে উঠে
মিলিয়ে কাঁধে কাঁধ-
নদীখেকো মানুষ কাঁপে
স্রোতের টানে দোলে ।।

=======
ছবি কার্টেসী : বিবিসি বাংলা ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দারুণ হয়েছে।

১৪ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য ।

২| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো।

১৪ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ।

৩| ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৯

বাকপ্রবাস বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর

১৪ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১০

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪| ১৪ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১০

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.