![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
মহাকাশে ভাসছে এক
অথৈ জলের নদী-
সেই নদীরই গভীর জলে
স্বপ্ন আনে বান,
বানভাসী সব মানুষ যখন
কাঁদছে নিরবধি-
নদী তখন মানচিত্র খায়
বুকে স্রোতের টান ।
নদীখেকো মানুষ যখন
স্বার্থে বাঁধে বাঁধ-
মাটির নদী কাঁদছে নিত্য
স্বপ্ন ভাঙ্গে বলে,
কিষাণ মানুষ ফুঁসে উঠে
মিলিয়ে কাঁধে কাঁধ-
নদীখেকো মানুষ কাঁপে
স্রোতের টানে দোলে ।।
=======
ছবি কার্টেসী : বিবিসি বাংলা ।
২| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২৫ রাত ১১:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দারুণ হয়েছে।