![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
আইজুদ্দী যুদ্ধে যাবে শত্রুরে সব করতে সাফ,
মা ডেকে কয় ওরে সোনা গন্ডগোলে যাসনে বাপ !
আইজুদ্দী বলে মাগো ভোটটা দিছ তাতে কী,
কপাল ঠুকেও জীবনভর জুটবেনা ভাত পাতে ঘি ।
মায়ের কথা এই নিয়তি শত জনমের মহাপাপ,
জীবন দিয়েও পারলে ঘোচা হা-ভাতের এই অভিশাপ ।
ক্ষমতাসিনের নখে ধার মুখে ছিল ভন্ডবোল,
আইজুদ্দীদের রক্তে নদী বান ভাসায় সেই গন্ডগোল ।
আজোবধি আইজুদ্দীরা ভন্ডবোলে কী মন দেয়?
ভোট আর ভাতের অধিকারে গন্ডগোলে জীবন দেয় ।
স্বাধীনতা‘তো একার কোন সস্তা কেনা রেশন নয়,
আজো কেন গন্ডগোলের বস্তা জেনারেশন বয় ?
আইজুদ্দীরা ঠিকই বুঝে স্বাধীনতার মানে কি,
ভোট আর ভাতের গন্ডগোল মা বুঝি আজ জানে কি ?
ভোটে-ভাতে সমীকরণ এই কথা আজ কে মানে ?
ভোট না থাকলে ভাত থাকেনা মায়ের চেয়ে কে জানে ?
========
২| ২১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর। খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৫
সৈয়দ কুতুব বলেছেন: ভালো লিখেছেন ।