![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
আজ থেকে প্রায় ত্রিশ / চল্লিশ বছর আগে রংপুর – কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে কার্তিকের মঙ্গাপিড়িত একটি চিত্র প্রায়ই দেখা যেতো তাহলো - কর্মহীন মানুষের কাজের খোঁজে নিরুদ্দেশ যাত্রা ।তখন কেমন করে যেন তাদের নামকরণ করা হয়েছিল ‘মফিজ’ ।তবে, কিছুদিন পুর্বে বিবিএস এর রিপোর্টে বাংলাদেশের সবচেয়ে দারিদ্র প্রবণ এলাকা হিসেবে বৃহত্তর রংপুরের কুড়িগ্রামকে চিহ্নিত করা হয়েছিল, এর পরের অবস্থানে ছিল দিনাজপুর জেলার নাম । দারিদ্রসীমার নীচে বসবাসকারী এইসব মফিজ ভাইদের আজোবধি ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা জানা নেই ।না হলে বিষয়টি এই একাবিংশ শতাব্দিতে বেশ উদ্বেগজনক ।
তখনকার সময়ের বাস্তবতার প্রত্যক্ষ অনুভুতির আলোকে নিম্নের কোরাসটি উত্তরাঞ্চলের আঞ্চলিক ভাষায় লেখা :
হামরা সবায় মফিজ ভাই ,
বাসের ছাদে হামরা যাই /
যদি কামের খবর পাই/
চলছি হামরা পথ-পাথারে
সেই আশা লে মনত;
জমিন-জিরাত খাইছে বাণে
বাকী খাইছে মহাজনে /
মাইয়া-ছাওয়ার পেটের টানে /
ঢাকি-কোদাল নিয়া হামরা
যামো বড় টাইনত ।
ওরে ভাইয়া কন্ট্রাক্টর
হামাক একটু দয়া কর /
কাজ-কামের আইজ নাই খবর/
মঙ্গার সময় এলা হামরা
দিন কাটাছি পথত ;
বাড়িত হামার জেয়ান মাইয়া/
আশা দিছি আসমো কইয়া/
কোন পাকে গেল বছর বইয়া/
কইলজাখান আইজ ধরফর করে
কি আছে কপালত ।
মাঝ রাস্তায় হামার গাড়ি/
চাকা খুলে কইরলে আড়ি/
যাওয়া বুঝি হইলনা বাড়ি/
কপালপোড়ার দল হামরা
হইছে বিধি বাম;
খাদত উল্টাইল গাড়ির ধর/
কায় নেয় কার খোঁজ-খবর/
মররে শালা-বেটার ঘর/
হামরা মফিজ জঞ্জাল * গিলা
মইরলে বাপের নাম ।
(*) প্রতিকী অর্থে ‘জঞ্জাল’(যারা শ্রেণী বৈষম্যের শিকার) শব্দটি এখানে ব্যবহারের মাধ্যমে একটু সুক্ষ ‘ক্রোধ’ প্রকাশ করা হয়েছে ।
=================
ফটোক্রেডিট : অন্তর্জাল থেকে ।
২| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৪০
কিরকুট বলেছেন: আমি তো ভাবলাম আমগো ব্লগের মফিজ মিয়ারে নিয়া কিছু লিখলেন
৩| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতাও মফিজ হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: মিথ্যে কথার পৃথিবী জঞ্জালে ভরাই থাকে।