![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
মেধা মনন মাইনাস সব
স্বার্থ যখন লোটা,
ব্যর্থ তাদের পড়াশুনো
রাস্ট্র'যে চায় কোটা।
দেশটা'তো নয় বাপদাদাদের
তিনপুরুষের তালুক,
কোটা নিয়ে গিলবে একাই
শুয়োরের পাল পালুক ।
এক গুলিতে একটা লাশ
দশটা দাড়ায় সামনে,
সবাই তখন ‘আবু সাঈদ’
জীবন বাজীর দাম নে।
রাস্ট্র যখন ঢালছে ঘি
দাউ দাউ জ্বলা আগুনে,
মৃত্যু মিছিল দ্বিগুণ হলো
রক্ত ভরা ফাগুনে।
উদ্ধত শির নোয়াচ্ছেনা
সবাই যখন আগবাড়ে,
বদ্ধখুনি স্বৈরাচারের
ধীরে ধীরে রাগ বাড়ে।
কল্পনারও বাইরে তখন
শাখের করাত না কাটে,
পাপের ঘড়া পুর্ণ হয়ে
পঁচা শামুকে পা কাটে ।
২| ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৪
সামিয়া বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন প্রতিটি শব্দে। ভালো লিখেছেন কবি।
৩| ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
৪| ০১ লা আগস্ট, ২০২৫ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: ভালো।
৫| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ৯:৫২
আহমেদ রুহুল আমিন বলেছেন: মন্তব্যকারী সম্মানীত পাঠকদের প্রতি রইল অনেক ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।