![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
অবাক হয়ে ভাবছে সবাই
কিসের আবার 'কেসিনো',
আসলে এটি কোটি টাকার
ময়লা ধোয়া বেসিনও ।
যারা ভাবেন টাকা হাতের
ময়লা ছাড়া কিছু না,
টাকা আসে এক নিমেষে
ছাড়লে টাকার পিছু না ।
আমজনতা ভাবছে যখন
টাকার জন্যই ভয়টা,
একশ কোটি টাকার পিছে
শূণ্য লাগে কয়টা...!
ওদের আছে টাকা মাটি
মাটি টাকার মন্ত্র,
পাতি নেতা, বড় নেতা-
নেতাই টাকার যন্ত্র ।
দু'শো থেকে হাজার কোটির
মালিক তারা বেশ'তো,
আংগুল ফুলে কলাগাছের
সব সম্ভবের দেশ'তো.... !
----------
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৩
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৪
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।
৩| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪১
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৫
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: ভালো।