![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
সোনার বাংলা এই দেশেতে
সোনা ফলে মাটিতে,
সোনার টুকরো ছেলে কী হয়-
সোনায় ভরা খাটিতে.. !
বুকের মাঝে হাসন- লালন,
ধর্ম-কর্ম সঙ্গী যার,
এদেশ, মাটি, মা ও মানুষ
মুসলমানী ভাব-ভঙ্গি তার ।
তড়িৎ বিদ্যা, জটিল অংক
বিশাল কীনা সূত্র যার,
চর্চায় থাকে চর্যাপদ
সাহিত্য'তো পুত্র তার ।
মায়ের বদন মলিণ যখন
ফেসবুকে তার নয়নজল,
স্ট্যাটাসের কালি হয়ে
স্ক্রীনে করে টলমল ।
দেশ- মাটি- মার সম্ভ্রমে
হাতে নাঙা তলোয়ার,
স্ট্যাটাসে থাকে সদা হাজারো-
লাখো ফলোয়ার ।
এমন সোনার টুকরো কখন
মিলবেনা'তো মার্কেটে ,
সে কীনা আজ শিকার হলো
বিপথগামীর টার্গেটে... !
এমন সোনার টুকরো ছেলে
জন্মেনা'তো বারবার,
হতভাগ্য বাবা-মায়ের
নামটি দেয়া 'আবরার' (*)।
-------------
(*) সাত বছর আগে ‘আবরার’ নামের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছেলেটির মৃত্যু সারা জাতিকে নাড়া দিয়েছিল । সেই দুঃসহ স্মৃতি বুকে ধারণ করে গভীর স্নেহ ও ভালোবাসা নিয়ে রচিত এই কবিতাটি তার নামে উৎসর্গ করা ।
x
২| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জেনারেশন একাত্তর আপনার কোন জিনিসটা ভালো লাগে ভাই।
সবার পোস্টেই এসব আমড়ার কথাবার্তা।
সুন্দর কবিতা
৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
@কাজী ফাতেমা ছবি ,
ইহা কবিতা নয়, ইহা শিবিরের জন্য জাতীয় সংগীত।
ছাত্ররা বুয়টে ভর্তি হয় ইন্জিনিয়ার হতে; উহা ফেইস বুকে পায়খানা রাজনীতি করতে গিয়ে প্রাণ হারায়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ইহাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করার সময় চলে যাচ্ছে! ১ বছর পর, আপনার এসব কবিতার পাঠক থাকবে না।