| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
সোনার বাংলা এই দেশেতে
সোনা ফলে মাটিতে,
সোনার টুকরো ছেলে কী হয়-
সোনায় ভরা খাটিতে.. !
বুকের মাঝে হাসন- লালন,
ধর্ম-কর্ম সঙ্গী যার,
এদেশ, মাটি, মা ও মানুষ
মুসলমানী ভাব-ভঙ্গি তার ।
তড়িৎ বিদ্যা, জটিল অংক
বিশাল কীনা সূত্র যার,
চর্চায় থাকে চর্যাপদ
সাহিত্য'তো পুত্র তার ।
মায়ের বদন মলিণ যখন
ফেসবুকে তার নয়নজল,
স্ট্যাটাসের কালি হয়ে
স্ক্রীনে করে টলমল ।
দেশ- মাটি- মার সম্ভ্রমে
হাতে নাঙা তলোয়ার,
স্ট্যাটাসে থাকে সদা হাজারো-
লাখো ফলোয়ার ।
এমন সোনার টুকরো কখন
মিলবেনা'তো মার্কেটে ,
সে কীনা আজ শিকার হলো
বিপথগামীর টার্গেটে... !
এমন সোনার টুকরো ছেলে
জন্মেনা'তো বারবার,
হতভাগ্য বাবা-মায়ের
নামটি দেয়া 'আবরার' (*)।
-------------
(*) সাত বছর আগে ‘আবরার’ নামের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছেলেটির মৃত্যু সারা জাতিকে নাড়া দিয়েছিল । সেই দুঃসহ স্মৃতি বুকে ধারণ করে গভীর স্নেহ ও ভালোবাসা নিয়ে রচিত এই কবিতাটি তার নামে উৎসর্গ করা ।
x

২|
০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জেনারেশন একাত্তর আপনার কোন জিনিসটা ভালো লাগে ভাই।
সবার পোস্টেই এসব আমড়ার কথাবার্তা।
সুন্দর কবিতা
৩|
০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
@কাজী ফাতেমা ছবি ,
ইহা কবিতা নয়, ইহা শিবিরের জন্য জাতীয় সংগীত।
ছাত্ররা বুয়টে ভর্তি হয় ইন্জিনিয়ার হতে; উহা ফেইস বুকে পায়খানা রাজনীতি করতে গিয়ে প্রাণ হারায়েছে।
৪|
০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: গার্বেজ।
৫|
০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৩
আহমেদ রুহুল আমিন বলেছেন: জেনারেশন একাত্তর আপনি মনে হয় মুক্তিযুদ্ধ দেখেননি, মুক্তিযুদ্ধের কথা লোকমুখে শুনেছেন বা হাজারো মুখে মুখে রংচঙ মাখা ঠাকুমারঝুলিতুল্য গালগল্প শুনে শুনে আপনার মনন-মগজ ধোলাই হয়ে বিবেক বিসর্জন দিয়ে ফ্যাসিজমের অন্ধ সাপোর্টার হয়েছেন। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাস্তব অবস্হা চর্মচোখে প্রত্যক্ষ করেছি। দুঃখের বিষয় হলো - মুক্তিযুদ্ধ এখনও শেষ হযনি...! বাংলাদেশের আপামর খেটে-খাওয়া মানুষের মুক্তি এখনো মেলেনি। যার ফলে, এখনও আবুসাঈদ-মুগ্ধরা রাজপথে জীবন দান করছে। ঠিক যেমন আমার হলধরগ্রামের একেবারে অখ্যাত মুক্তিযোদ্ধা আঃ আজিজ ভাই পঙ্গুত্ব বরণ করে মুক্তিযোদ্ধা হিসেবে মৃত্যুর সময রাস্ট্রীয় মর্যাদা পাননি। যার ছেলেরা এখনোও রাস্তায় ভ্যান চালায়। আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
৬|
০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩১
আহমেদ রুহুল আমিন বলেছেন: আমি গার্বেজ নাকি আমার লেখা গার্বেজ, নাকি প্রতিহিংসার শিকার 'আবরার ফাহাদ' গার্বেজ? আমি আশা করবো, আপনি সত্যিকারের একজন লেখক বা সাহিত্যিক হন তবে, অন্য লেখকের লেখাকে সম্মান জানাবেন। মতাদর্শের অমিল থাকতেই পারে তাই বলে সরাসরি এভাবে আক্রমণ কোন লেখক/সাহিত্যিক'তো দুরের কথা, সাধারন মানুষ হিসেবেও আপনাকে গণ্য করা যাবেনা। কেননা, মানুষ হিসাবে আপনার কাছে থাকবে 'মনুষ্যত্ববোধ'(huminity) না হলে পশু না হয়েও আপনার কাছে সহজে দেখা দিবে 'পশুত্ববোধ'(animality)। মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ।
৭|
০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪০
আহমেদ রুহুল আমিন বলেছেন: কাজী ফাতেমা ছবি আপা, আপনার মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা। মনে কিছু নিবেননা আপনি অন্যজনের মন্তব্যে প্রতিক্রিয়া না জানানোয় উত্তম। কি প্রযোজন আপনার মতাদর্শের বিপরীতে চলা একজনের মন্তব্যের প্রতিবাদ করে সম্ভাব্য কটাক্ষের শিকার হওয়ার!
৮|
০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ইহাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করার সময় চলে যাচ্ছে! ১ বছর পর, আপনার এসব কবিতার পাঠক থাকবে না।