নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ।

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

\'মৃত্যু\'

১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৬

জীবন যখন ব্যতিক্রম
সবার কিছু কিছু,
'মৃত্যু' তখন আসছে ধেয়ে
তোমার পিছু পিছু ।

হতে পারে বয়সটা তোমার
আশি কিংবা কুড়ি,
'মৃত্যু' আসে চুপিসারে
মিলছেনা যার জুড়ি ।

'মৃত্যু' আছে রাস্তাঘাটে
'মৃত্যু' আছে পাড়ায়,
'মৃত্যু' যেথা আছে সেথায়
ভুল পথে পা বাড়ায় ।

'মৃত্যু' যখন খুনির হাতে
লক্ষ টাকার 'হায়ারে',
'মৃত্যু' এসে গল্প শোনায়
একটি 'ক্রসফায়ারে' ।

'মৃত্যু' আছে জলের কাছে
'মৃত্যু' থাকে আকাশে,
ঘটনা হয় দূর্ঘটনা
'মৃত্যু' ভাসে বাতাসে ।

'মৃত্যু' আছে বিদ্যুতে
হাত পা তখন টাটায়,
'মৃত্যু' আসে বৃষ্টি হয়ে
বিজলি পড়া 'ঠাডায়' ।

কিছু কিছু 'মৃত্যু' আছে
'কোশ্চেনেই যার এনসার',
টেরটা'তো পায় হারে হারে
শরীরে যার 'ক্যানসার' ।

অবহেলিত 'বার্ধক্যের'
'মৃত্যু' আসে কামনায়,
হাজার বার চাইলেও তা
দেখা দেয়না সামনায় ।

আষ্টে- পৃষ্ঠে জড়িয়ে আছে
'মৃত্যুর' এক বিশাল জোঁক্,
কেউ জানেনা কখন কোথায়
কিভাবে এই কাটবে শোক ।

উড়ছে যখন মাথার খুলি
উড়ছে যখন বাসের ছাদ,
সবচেয়ে আজ সড়কপথে
আটকে আছে "মৃত্যু ফাঁদ" ।।

===========
প্রতিকি ছবি ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

সামিয়া বলেছেন: অন্তিম যাত্রার অনন্য প্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.