| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
মৃত্যু ঘুরে পদে পদে
মৃত্যু আছে পাছে,
এ জীবনে ভাবিনা কেউ
মৃত্যু কতো কাছে.... ।
ভাবছি যারা এই ধরাটা
শুধুই লীলা-খেলা,
একপলকে শেষ হবে'যে
দিবস-রাত্রি বেলা ।
ঢেউ এর পরে ঢেউ ঢলে যায়
ভাসান কেবল থাকে ,
মেঘে মেঘে যায়যে বেলা
আকাশ ঢেকে রাখে ।
শোক সংবাদের এলান ভাসে
মসজিদের মাইকে,
কেউ জানিনা কে কার আগে
ধরা ছেড়ে যাই কে...!
শুভাকাঙ্ক্ষী - নিকটজন
আপন- প্রিয় সবার,
অকস্মাৎ আর মিলবেনা'তো
শেষ সময় শেষ হবার।
শৈশব,কৈশোর-যৌবনকাল
একবারই তা আসে,
জীবন নদীর অপার বেলায়
কেউ থাকেনা পাশে।
একজীবনে মিলবেনা আর
সসীম পুর্ণতা,
শেষ পাড়ানীর ক্ষণে মিলে
অসীম শুণ্যতা.... !
--------------------
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪০
বাজ ৩ বলেছেন: চমৎকার শিক্ষনীয় কবিতা।আসলেই তো—
মৃত্যু তোমার কত কাছে বুঝবে নাকো আজি,
মৃত্যু হলে বুঝতে পাবে জীবন কত দামি,
জীবনটাকে নষ্ট করলে মিছে মায়ার জ্বালে,
হেরে গেলে বন্ধু তুমি, শয়তানের কুট চালে।
সময় কিন্তু যায়নি বন্ধু,
ফিরে আসো পথে,
শয়তানের পথ ছেড়ে,
চলো চলি নূরের সাথে।
মৃত্যু কোনো আতঙ্ক নয়,
মৃত্যু তোমার সাথী,
মৃত্যু হলে ফুরোবে ভাই
দুঃখ কষ্টের রাতি