নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ।

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

★ ওসমান হাদি★

২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৪

বাংলাদেশের হৃদয়
‘ওসমান হাদী’,
হৃদয়ে ক্ষরণ নিয়ে
সবে মিলে কাঁদি।

শ্রমিক- মুজুর- মুটে -
চিরদুখি চাষা,
হাদিকে হারিয়ে আজ
হারিয়েছে ভাষা।

'ইনসাফের' স্বপ্নচারী
মানুষের 'জিয়া',
'হাদি' সেই স্বপ্নের
আশা জাগানিয়া।

'ইনসাফ' কায়েমে যে
ছিল অবিচল,
'সুশিলে'- পেখম মেলে
বলে কিনা ছল্।

বিদ্রোহী কবির কাছে
চিরঋণি হয়ে,
লড়েছিল একা সে
বুক পেতে দিয়ে।

এমাটিতে কুটচালে
খেলে যায় দাবা,
হাদি বলেছিল তা
শকুনের থাবা ।

'সাম্রাজ্যবাদে' কিনা
ভাগাড়ের জমি,
সহস্রাব্দ উন্নয়নে
খসে পড়ে মমি।

সবকিছু খাবলে খায়
মাংসাশি বাজ,
'কুকুরে'- 'মাগুড়ে' মিলে
দূর্নীতিবাজ।

হাদি চেয়েছিল তা
করতে বিনাশ,
দাঁতাল হায়েনা তাই
করে স্মৃতি - নাশ !

এক হাদী হত্যায়
সকলেই বাদি,
পুরো দেশটাই আজ
'ওসমান হাদি' ।

========
“এক চোখে রাত দেখি, অন্য চোখে দিন লোপাটের উল্লাস দেখি এক চোখে অন্যটাতে মাথাপিছু ঋণ।
এবার জোড়া চোখে বাজার দেখি- কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা।
হঠাৎ মানচিত্র দেখি, দেখি- অক্ষ রেখায় রক্ত বেচার বিজ্ঞাপন আর শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাঘিমায় খদ্দেরের জন্য দাঁড়িয়ে- একজন যুগপৎ বেশ্যা আর জননী...!” - শরীফ ওসমান হাদির কবিতার কিয়দাংশ ( লাভায় লালশাক পুবের আকাশ ) ।

ফটো কার্টেসী : অন্তর্জাল ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১১

সুলাইমান হোসেন বলেছেন: চমৎকার সুন্দর কবিতা

৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০০

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৭

কামাল১৮ বলেছেন: ওসমান হাদি জাতিকে কিছু গালাগাল শিখিয়েছে।টিনের চালে কাউয়া জাতিয়।

৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩

আহমেদ রুহুল আমিন বলেছেন: হাদির নিজস্ব দর্শন সম্পর্কে আপনার কোন আইডিয়া সম্ববত নেই...!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: মৃতদের নিয়ে চিন্তার কিছু নাই।

৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯

আহমেদ রুহুল আমিন বলেছেন: তাহলে'তো আপনার মৃত্যুর পর আপনার লেখাগুলোর কোন মূল্য থাকবেনা। পৃথিবীর প্রয়াত সব বিখ্যাতদের কেউ মনে রাখছেনা....!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: হাদির নিজস্ব দর্শন সম্পর্কে আপনার কোন আইডিয়া সম্ববত নেই...!


আপনার আছে ? থাকলে বিতরন করুন । কাউয়া জাতীয় শব্দ ব্যবহার না করে ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪১

আহমেদ রুহুল আমিন বলেছেন: কবিতার নীচের হাদির লেখা কবিতাংশটুকু দেখুন এবং হাদির লেখা বই এর (যে বই এর প্রচ্ছদ দেয়া আছে) সেই বইসহ তাঁর লেখাগুলো পড়ুন, তাহলে কিছুটা তাঁকে হয়তো বুঝতে পারবেন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: সারা পৃথিবীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শ্রেণী হলো দুু'টো। একটি শ্রেণী হলো শোষক আরেকটি শোষিত। শোষক শ্রণীর বেশীরভাগই হলো ফ্যাসিস্ট। হাদি ছিলেন এইশ্রেণীর বিপক্ষে তথা শোষিতের পক্ষে। এখন আমরা সাধারণ মানুষ হিসেবে হাদির পক্ষে সবসময়ই সাপোর্ট থাকবে এটাই স্বাভাবিক। একে ধর্মীয় প্রলেপ দিয়ে যাদের চিন্তা-চেতনা তাদের অবস্থান আমরা ধরে নিতে পারি শোষক শ্রণী তথা ফ্যাসিবাদের পক্ষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.