নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ।

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

এই পথে

০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮

এই পথে যাওয়ার হাজার রকম কারণ আছে-
এই পথে যেতে অনেক সময় বারণ আছে ৷
এই পথই তোমায় নিয়ে যাবে অনেক দুর-
এই পথই তোমায় নিতে পারে 'অচীনপুর' ৷
এই পথেই যেতে চোরা-গুপ্তা হামলা হয় -
এই পথের মাঝে নুইসেন্স অ্যাক্টে মামলা হয় ৷
এই পথে তুমি হতে পারো পিকেটিং -
এই পথেই ধরা কিংবা ব্লাক টিকেটিং ৷
এই পথেই খোলা রেলপথে রয় 'ফিসপ্লেট'-
এই পথেই থাকে তীক্ষ্ণ ধারের 'সোর্ড ব্লেড' ৷
এই পথের শেষে দিগন্তজোড়া মেঠো পথ-
এই পথেই দেখা মেলে সাগর-নদীপথ ৷
এই পথে তড়িৎ -বেগে দিতে আকাশ পাড়ি-
এই পথেই যেতে হবে একদিন ' আপন বাড়ি '৷
এই পথেই মিলবে দেখা তোমার অনেক পথে -
এই পথ যখন মিলবে শেষে একটি পথে ৷
এই পথেই যেতে একদিন'তো পথ হারাবে-
সেই পথের সন্ধান দিতে ‘একজন' সামনে দাঁড়াবে ৷৷

============

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮

বাজ ৩ বলেছেন: দারুন কবিতা লিখেছেন,
আমারও এই পথে ঢুকে পড়ার অগনিত কারন আছে,

এই পথেই পরম কাঙ্খিত দারিয়ে আছে,
এই পথেই নিরাপত্তা প্রহরী পাহারায় থাকেে,
এই পথেই ডাকাত হামলা করে,ছিনিয়ে নিতে চায়,
এই পথেই হাজার বাঁধার প্রাচীর ডিঙাতে হয়,
এই পথেই পরম প্রেমময় তাকিয়ে থাকে অপলক নেত্রে
এই পথেই দুর্গম সমুদ্র পারি দিতে হয়।
এই পথেই আকাশের দ্বার উন্মুক্ত হয়ে যায়।
এই পথেই অগনিত পাহাড় সরিয়ে ফেলতে হয়।
এই পথেই জীবন মৃত্যুর মধ্যে লুকিয়ে থাকে।
এই পথেই প্রত্যেকে তার আত্মাকে খুঁজে পায়।

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:১৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: দারুণ অভিব্যক্তি, অশেষ ধন্যবাদ ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:১৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: অশেষ ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.