| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিক কালে একটি পত্রিকায়, মোস্তফা জব্বার সাহেব অভ্রকে নির্বাচন কমিশনের কাজে ব্যবহারের কারণে একে হ্যাকিং করা সফটওয়্যার বলে আখ্যায়িত করে সরকারকে সচেতন হতে অনুরোধ করেন এবং এর নির্মাতা অর্থাৎ মেহদীকে বলেছেন হ্যাকার।
মূলতঃ একটি ব্যপার পরিস্কার, সেদিন থেকেই মোস্তফা জব্বার সাহেবের মাথায় হাত যেদিন থেকে সরকার নির্বাচন কমিশনের জন্য 5000 টাকা দিয়ে প্রতিটি কম্পিউটারে বিজয় ব্যাবহার না করে অভ্র ব্যাবহার শুরু করে; সেদিনই তার যে লস হয়েছিল সেই লসের টাকা এখনো উঠাচ্ছেন নানারকম কটূক্তি করে।
অথচ, ইংরেজীতে লেখার জন্য QWERTY কিবোর্ড ব্যবহার করে লিখতে তো এর জনক ক্রিস্টোফার সোলস্ (১৮৭০) কে কোন টাকা দিতে হয়না। তাহলে বাংলায় কেন টাইপ করতে চাইলে, প্রেসের কাজ করতে চাইলে টাকা দিয়ে সফটওয়্যার কেন কিনতে হবে?
কিন্তু ম্যাকের জন্য (অভ্র) এর কোন ভার্সন নেই। একুশের কথাও বলা যেতে পারে। কিন্তু ম্যাকের জন্য মুনীর লে-আউট এখনও একুশে তৈরী করেনি।
এছাড়া প্রিন্ট মিডিয়ায় এসব সফটওয়্যার এখনও মূল্যহীন। তাই শেষ ভরসা বিজয় নামের একটি প্রোপাইটারি সফটওয়্যার। সরকারী অফিসগুলোতেও (এমনকি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়গুলোতেও) বাংলা লেখা চলে বিজয়ের পাইরেডেট কপি দিয়ে।
মাইক্রোসফটও বাংলা লেখার কিবোর্ড ছেড়েছে। কিন্তু সেটাও যে খুব কার্য্যকরভাবে মানুষ ব্যবহার করছে তা নয়। তাছাড়া এক দেশে নানান কিবোর্ডের ব্যবহার- বিজয়, মুনীর,ফোনেটিক, ন্যাশনাল। সবাই নিজের নাম (আবার কেউ ব্যবসার ধান্দায়, কেউ জনগনের স্বার্থে) নয়া নয়া কিবোর্ডের লেআউট আমদানি ও আবিস্কার করেছেন। একটা প্রমিত মানের কীবোর্ড আজ অবধি হলো না।
বাংলা পৃথিবীর অন্যতম একটি পুরাতন এবং বহুল কথ্য ভাষা। আমরা ইংরেজী বর্নমালায় লিখি না। এটি আমাদের গর্ব। কিন্তু বাংলা বর্নমালায় লিখতে হলে,প্রেসের কাজ করতে গেলে প্রথমে জনৈক আইটি ব্যক্তিত্বের (বাংলা ডিগ্রীধারী!)একুশে বিজয় (নামটা লক্ষ্য করুন!) নামের কোম্পানীকে টাকা দিয়ে শুরু করতে হবে এটা মানতে মন চায় না।
মোঃজাঃ সাহেবকে অপছন্দ করি বলে বিজয় লে-আউট পর্যন্ত ব্যবহার করি না। লিখি মুনীর দিয়ে। কিন্তু দুঃখ লাগে যখন দেখি লিনাক্সে মুনীর লেআউটটি নেই। ১৯৯৮/৯৯ এর দিকে মাইক্রসফট বাংলাদেশে এসেছিল , উইন্ডোজে আর এম এম অফিসে বাংলা কী বোর্ড ও ফন্ট যোগ করার জন্য।
সরকারী অফিসে লেখনী/মুনির চলতো তখন , সেই লেখনী কিংবা মুনির হয়তো বাংলা কী বোর্ড হিসাবে যুক্ত হয়ে যেত তখন কিন্তু এই মোঃজাঃ সাহেব দৌড়া দৌড়ি করে , চিঠি পাঠিয়ে সেটা বন্ধ করেছে, কারন বিজয় লস খেতে পারে। মাইক্রোসফট এর লোক জন শেষে বলে যে – তোমরা ঠিক কর কোন কী বোর্ড ইউজ করবে, তারপর জানিয়ো।
তারপরও, শ্রদ্ধা জানাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র মেহদী হাসান খান এবং অভ্র টিমের প্রতিটি কর্মীকে। কোনো লাভের বা খ্যাতির আশা ছাড়া শুধু আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন।
ছবির কৃতজ্ঞতাঃ Click This Link
২|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৮
কমান্ডো বলেছেন: দারুন বলেছেন। মোস্তফা জব্বারকে এমনিতেই আমার যেন কেমন লাগে তারপর ---------
৩|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২১
রাজীব বলেছেন: +++++++
৪|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৩
অক্টোপাস বলেছেন: মোস্তাফা জব্বার কাকুরে যারা ছবক দিতে চান তারা এই মেইলে:
[email protected]
দিতে পারেন।
-------------------------------
আওয়ামী লীগ আসায় ইদানীং উনি বেশি লাফালাফি করতেছেন!!!
৫|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৩
হুনার মন্দ বলেছেন: শ্রদ্ধা জানাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র মেহদী হাসান খান এবং অভ্র টিমের প্রতিটি কর্মীকে।
মুক্ত সফটওয়্যার চাই...
৬|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৩
ওমর ফারুক (সানি) বলেছেন: এধরনের (মোঃজাঃ) টাউট বাটফারদের জন্য এদেশের আইটি খাতটি পিছিয়ে আছে। নিজে তো কিছু করবে না। অন্যকে করতে দেখলেও তার গাত্রদাহ হয়। তার কাছে যদি এরকম কোন প্রমান থাকে যে "অভ্র" বিজয়ের হ্যাকিং করা। তাহলে সে আইনের মাধ্যমে এর সমাধান করছে না কেন?
আচ্ছা মোস্তফা জাব্বার সাহেব কম্পিউটারের ঠিক কোন বিষয়ে বিশেষজ্ঞ একটু জানবেন কি কেউ। শুনেছি তিনি নাকি ইন্ডিয়ান কোন ভদ্রলোকের লে আউট চুরি করে, আরেক অজ্ঞাত প্রোগ্রামারকে দিয়ে এই বিজয় তৈরী করেছে।
৭|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০২
এস এইচ খান বলেছেন:
জব্বর কাগু যা একখান চিজ না? তয় হে কিন্ত আবার পাঢ় সাম্প্রদায়িক আউয়ামী।
৮|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৯
আমি হনুমান বলেছেন: আমার বারকয়েক মোজা কাগার গ্যান গর্ভ চাপাবাজি শোনার দুর্ভগ্য হইছিল
উনি যথেষ্ট !!! পারেন
৯|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৯
দ্যা ডক্টর বলেছেন: ব্যবসা ভালা বুঝেন জব্বার সাব......
১০|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩০
পথিক মানিক বলেছেন: বাহ! দারুন তো......
ভালো লাগা রেখে গেলাম।
১১|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৩
শয়তান বলেছেন: আমি ডরাইতেছি কাগুয়ে কোনদিন দাবী কৈরা বয় বাংলা কথা বললেও তারে ট্যাক্স দিতে হৈবো
১২|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৫
নুভান বলেছেন: জব্বর কাগুর চামড়া খুইলা লমু আমরা ![]()
১৩|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০১
নীল বেদনা বলেছেন:
খাইছেরে সবাই দেহি জব্বর কাগুর জব্বর বিরোধী!!
১৪|
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬
লুথা বলেছেন:
মোস্তফা জব্বারের এইসব ঠগের বিরুদ্ধে এখন থেকেই জনমত গডতে হবে...
মোস্তফা জব্বার, যদি মনে করেন 'অভ্র' বিজয়ের পাইরেটেড, মেহদী বিজয় হ্যাক করে অভ্র বানিয়েছে, তাহলে তা প্রমাণ করুন
Click This Link
১৫|
১১ ই মে, ২০১০ রাত ৯:০১
শুভসাহা বলেছেন: জব্বারে চেহারা দেখতে দেখতে জান বাইর হইয়া গেল। আমি ঐ মোঃ জাঃ ভক্চদের ছবি সরানের ব্যবস্থা করতাছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১১
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন: আরেফিন স্যার, কেমন আছেন..? দারুন একটি পোষ্ট দিয়েছেন। ধন্যবাদ..