| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহম কামাল
আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

বর্ণচোরা সাংবাদিক দেখিয়াছি
তাই চাটুকার দেখিতে চাহি না আর।
সাংবাদিক দেখিয়াছি
তাই ভিক্ষুকেরে আমি করুণা করি।
সাংবাদিক দেখিয়াছি তাই
কাপুরুষ দেখিবার বাসনা
সেই কবে দূর হয়েছে।
কিট-পতঙ্গ-বর্ণচোরা-বেহায়া
দেখিতে চাহি না, কারণ-
সাংবাদিক পরিচয়ে
কৃতদাস- আমি দেখিয়াছি।
(ছবি সুত্রঃ ইন্টারনেট)
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৪
আহম কামাল বলেছেন:
অমন করে ভেঙ্গাইতেছেন ক্যানো, ভাই?
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৭
ইকরাম উল হক বলেছেন: