| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহম কামাল
আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।
আমায় হাসাইলিরে
আমায় ডুবাইলিরে,
আকুল ক্রন্দন শুনার
মানুষ নাইরে।
কোথাও কোনো মানুষ নাই,
নাইকো গলায় পানি-
এমন দেশে জনম লইয়া,
পাবনায় বিছনা পাতিরে,
চোখের পানিতে
তোরা ভাইসা যাবিরে।
আমায় হাসাইলিরে
আমায় ডুবাইলিরে..............।
(২০-০৭-২০১৬)
(খবরঃ (ব্লগ পোস্ট) বাংলাদেশ- অত্যান্ত তথ্য সমৃদ্ধ দেশ, এখানে প্রচুর তথ্য খনি আছে। এছাড়াও বাংলাদেশ "শান্তি রক্ষা (Peace Keeping)"য় পৃথিবীতে শীর্ষস্থানীয় দেশ।)
ছবি সুত্রঃ ইন্টারনেট ।
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৯
আহম কামাল বলেছেন: স্কেচটা ইন্টারনেট থেকে নেয়া।
দুঃখিত, নাটকের সোহেল খানের কি না, জানি না।
জনাব সোহেল খান-এর ছবি' র সঙ্গে মিলিয়ে দেখতে পারেন।
। ধন্যবাদ ।। ভালো থাকুন ।। নিরাপদে থাকুন ।
২|
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসেন ক্যান ভাই!
কবরের শান্তিওতো শান্তি নাকি
????
তবে ঐটা যা শুনাইলেন-অত্যান্ত তথ্য সমৃদ্ধ দেশ, এখানে প্রচুর তথ্য খনি আছে
এর জন্য হপ্তা খানে হাসা যায় বিরতিহীন
![]()
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭
আহম কামাল বলেছেন: হাসি-কান্না'র মাঝে আমাদের জীবন চলছে।
বুস্তুত, জীবন- এমনই।
---কিন্ত, অন্য'র স্বার্থ হাসিল করতে যে আমার সুখ যে কেড়ে নেয়- তা মানা যায়?
জানি না, এই স্বার্থান্বেষী মহল আমাদের কতো দূর নিয়ে যাবে।
। ধন্যবাদ ।। ভালো ও নিরাপদে থাকুন ।
৩|
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
অরুনি মায়া অনু বলেছেন: আপনি মনের সুখে কাঁদুন, আমরা আছি শোনার জন্য ![]()
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০১
আহম কামাল বলেছেন: এ কান্নায় আওয়াজ নেই।
শুনতে পাবেন ক্যামন করে?
তবে, কাছে আসবেন না- ভেসে যাবেন।
। ধন্যবাদ ।। ভালো থাকুন ।
৪|
২১ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৮
চাঁদগাজী বলেছেন:
নিদ্দিস্ট বিষয়ের উপর লিখুন; রাজনীতি, অর্থনীতি, শিক্ষার উপর লিখতে পারেন।
২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
আহম কামাল বলেছেন:
সদুপদেশ- এর জন্য কৃতজ্ঞ, ভাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
দূর পাহাড়ে বলেছেন: আচ্ছা ভাই এই ছবিটা কার জানাবেন একটু? ইনি নাটকের সোহেল খান?