![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার নিজের রহস্যই এখন পর্যন্ত সমাধান করতে পারি নি। আপনাদের কি বলব????
রক্তিম! অনেক রক্তিম!
অনেক রক্তিম আমার স্বপ্ন গুলো
বিশ মাইল বেগে ছুটে চলা আমার চিন্তাগুলো
অনেক নীল! অনেক রক্তিম!
ফাঁদে আটকানো ঘুঘুর মতো কাতরাতে থাকা
একরাশ ধোয়ার আকুতির কাছে পরাজিত
বিলীন হয়ে যাওয়া তোমার অস্তিত্বের মতোই
রক্তিম! অনেক রক্তিম!
নিভু নিভু গ্রিন সিগনাল
কিংবা ফাল্গুনের আধটুকু বাঁকা চাঁদের মতো
সরল নয়, আর কিছুই সহজ নয়।
ছোটতে উন্মাদনার মতো পবিত্র নয়।
মুক্ত নয়, মলিন নয়, স্বপ্নীল নয়
শুভ্র নয়, অধীর নয় তোমার অভিনয়
পাপে সিক্ত তোমার প্রেম
রক্তিম! অনেক রক্তিম!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: আমি কবিতার বুঝদার লোক না। আমার কাছে ভালো কবিতা হলো সেটাই, যে কবিতা পড়ে আরাম পাওয়া যায়।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।রক্তিম।