নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
শুনলাম গুগুলে বাংলায় কোনো কিছু লিখে সার্চ দিলে সবার প্রথমে বাংলা ব্লগ সাইট গুলোই প্রাধান্য পায় ?
এই কথা যদি সত্য হয় তাহলে আমরা আমাদের মায়েদের সম্মান রক্ষার্থে একটা কাজ করতে পারি ।
আসুন প্রতিটা ভালো এবং গঠন মূলক লেখায় "মা" নামের পবিত্র শব্দটিকে ট্যাগ কি ওয়ার্ডস হিসেবে নিয়ে নেই ।
সনামধন্য ব্লগার যারা ,
যাদের লেখা খুব বেশী হিট খায় তারা এই কাজটা করতে পারেন ।
কেননা টপ হিট খাওয়া লেখা গুলোই গুগুল সার্চের প্রথম পাতায় জায়গা পাবে ।
আর সেলেব্রটি টাইপের ব্লগার যারা আছেন তারা ফ্রী ব্লগ সাইট খুলে মা নিয়ে লেখা লেখি করতে পারেন ।
সেই লেখা আপনাদের টাইম লাইনে শেয়ার করলে আপনাদের ব্লগ সাইটের হিট বাড়বে ।
যার ফলে যে কেউ মা লিখে খোঁজ দিলে বাজে ব্লগ সাইট গুলো আর দেখাবেনা ।
দেখালোও খুব নিচে দেখাবে ,
আর অতো নিচে কেউ এমবি খরচ করে যায়না ।
খুবই সল্প ধারণা নিয়ে পোস্ট টা লিখলাম ।
ক্ষমাপ্রার্থী ।
২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
আদম_ বলেছেন: সরি কই লেকলাম কই পুস্ট হইলো । পিলিজ ডিলিট।
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
আহসানের ব্লগ বলেছেন: আমার ডিলিট অপশন টা পাচ্ছিনা ,
আপনার মতামত টা দিবেন ?
৩| ২১ শে মে, ২০১৪ সকাল ৮:০২
আদম_ বলেছেন: মায়েরা এমনেই সম্মানীত । আলাদা কিছু করার দরকার নাই। এটা করলে "মা" সর্ম্পকিত জিনিস খুজে পেতে বরং ঝামেলা হবে। আর বাজে সাইট যিনি দেখেন, তারে ফেরানোর কোনো উপায় নাই।
ধন্যবাদ
২১ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩
আহসানের ব্লগ বলেছেন: তা তো অবশ্যই ।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২২
আদম_ বলেছেন: ইনটেলিজেন্ট স্টুডেন্ট। গিভ মাই লাভ টু হিম/হার।
নাইস পুস্টু।
হা হা পে খ গে, দ ব হ গে, ম লা