নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সাকিব মেসি এবং তাহসান ;)

১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩

টিভির সামনে বসে এতোক্ষণ সিরিয়ালে চোখ , কান , নাক বুলাচ্ছিল তন্বী ।

এখন সিরিয়াল শেষ

তাই টিভির রিমোটের সাহায্যে চ্যানেল পাল্টানো হচ্ছে ,



হঠাত্ ই টিভিতে মেসির একটা বিজ্ঞাপণ ।

"উম্মাহ পোলাটা কত্তো কিউট

লাভ ইউ মেসি । :*



পরক্ষণে সাকিব আল হাসানের বাংলালিংক এর বিজ্ঞাপণ ,



তন্বী এয়ার্টেল সিমি টা ভেঙে ফেলে ,

আর বলে উঠে সাকিব জান্টুশ আমার :*

আর করবোনা এয়ার্টেল ইউস

বাংলালিংকেই শেষ ভরসা ।



তারপরই ঘটল বিপত্তি ,

তাহসানের সেই চাকা ওয়াশিং পাউডারে এড ।

আর তন্বীর মুর্ছা যাওয়া

তন্বী বলে ওঠে ,



তাহসান জান আমার , :*

তুমি কেনো মিথিলার ? :(

আই লাভ ইউ ।



তন্বীর বয়ফ্রেন্ড আবুল এখন চিন্তিত তন্বীর ফোন বন্ধ তাই ।



আবুল তন্বীর বাসার ল্যান্ড ফোনে ফোন দেয় ।



হ্যালো তন্বী আছে ?



হ্যাঁ আমার আবুল আমি তন্বী ,

শোনো আবুল তোমার জন্য একটা শ্যাম্পু কিনেছি ,

মেসির শ্যাম্পুর এড টা দেখলাম ।

কত্তো যে কিউট ছেলেটা ,

উম্মাহ । :*



আবুল হতভম্ব ।



এই শোনো আমার জন্য একটা বাংলালিংক সিম পাঠিয়ো তো ,

আর তুমিও এয়ার্টেল টা ভাংগো

যলদি কিন্তু ,

সাকিব টা কে কি ম্যানলি লাগে,

আজ থেকে শুধু বাংলালিংক

বুঝলা ?



আবুল এখন অর্ধ অজ্ঞাণ ,



এই আবুল ইন্টার্ভিউ না তোমার কাল ?

তোমার সাদা শার্ট দিয়ে যাবা কিন্তু ,

আমি চাকা ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে দিব ,

পরে দেখবা তোমার চাকরি ওকে । ;)



আর শোনো এখন আমি একটু মেক আপ করতে যাচ্ছি ,



এতক্ষণ তাহসানের জন্য কাঁদছিলাম ,



আমার জানটা কেন যে আমাকে ছেড়ে মিথিলাকে বেছে নিল ? :(



এই আবুল কথা বলছো না কেনো ?



তন্বী এখোনো বুঝতে পারেনি আবুল মুর্ছা গিয়েছে । :(

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ২:০৩

আহসানের ব্লগ বলেছেন: ৩৪ বার পঠিত বাট কোনো মতামত নাই, :(
তাই ভাবলাম আমিই একটা টেস্টিং মতামত করি। ;)

২| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

মামুন রশিদ বলেছেন: মজার ।

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯

আহসানের ব্লগ বলেছেন: ;)

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯

আহসানের ব্লগ বলেছেন: আপনি সম্ভবত আমার ফেইসবুক ফ্রেন্ডলিস্টে আছেন।
তাইনা? :)

৩| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩২

নিরাপদ ভ্রমন বলেছেন: অনেকক্ষণ চেষ্টা করলাম, মতামত দেয়ার মত কিছু খুঁজে পেলাম না ;)

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

আহসানের ব্লগ বলেছেন: :) :) :)

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

আহসানের ব্লগ বলেছেন: তাও তো একটা মতামত দেয়া হয়েই গেলো। ;)

৪| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৪

চড়ুই বলেছেন: :) :) :)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২

আহসানের ব্লগ বলেছেন: প্রথম বার আমার ব্লগে আসায় আপনাকে আমার ব্লগে স্বাগত।
ভালো থাকবেন। :-B :)

৫| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~ =p~ =p~

পড়ে মজা পেলাম। তার থেকেও বেশি মজা পেলাম টেস্টিং মতামতটা পড়ে।

তাই একটা মতামত দিয়েই দিলাম। ;) ;)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৯

আহসানের ব্লগ বলেছেন: আর বলবেন না অঘটন আপা।
অ্যামিও আপনার মহা কাব্যিক মতামত পড়ে হেসে দিলুম। :-B ;)

৬| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

বোকামানুষ বলেছেন: :) :D B-)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৪

আহসানের ব্লগ বলেছেন: বোকামানুষ ভাইয়া প্রথম বার আমার ব্লগে আসায় আপনাকে আমার ব্লগে স্বাগত।
ভালো থাকবেন। :)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩০

আহসানের ব্লগ বলেছেন: আপনার নিক টা পড়ে সুমন ভাইয়ার বোকা মানুষ টা গানটার কথা মনে পড়ে গেলো আর তাই মনটাও খারাপ হয়ে গেলো। :(

৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ২:০৮

অপ্রতীয়মান বলেছেন: প্রথমত নীরবতা ভেঙ্গে এগিয়ে আসার জন্যে কয়েক বস্তা ধইন্যা পাতা (কয় বস্তা গুনতে পারি নাই, নিজ দায়িত্বে গুনে নিবেন :P )

ফান টা আগেই ফেসবুকের পাতায় পড়েছিলাম X( পুরানো লেখা দিয়ে এইভাবে ঠকানো ঠিক না একদম /:)

মোস্ট অল, আবুলের জন্যে দুঃখ হচ্ছে। লিওনার্দো'কে দেখলে তার তন্বী কি করতো তা ভেবেই হাসতে হাসতে খুন হচ্ছি =p~ =p~

১২ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৯

আহসানের ব্লগ বলেছেন: আগেই বলে নিচ্ছি
বস্তা গুনে নিচ্ছি, :)

লেখা পুরোনো buট ;) সামু তে তো নতুন ভাইয়া।

আর লিওনার্দো দা ক্যাপ্রিও নাকি ভিঞ্চি কৈঞ্চি। :-B

৮| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: লুল মাইয়া কুনহানকার! X(

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯

আহসানের ব্লগ বলেছেন: হি হি হি :-D
শুভেচছা রইলো। ;)

৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তন্বীর বয়ফ্রেন্ড আবুল এখন চিন্তিত তন্বীর ফোন বন্ধ তাই ।



তন্বী এখোনো বুঝতে পারেনি আবুল মুর্ছা গিয়েছে ।
:(


নায়কের নাম সিলেকশন দারুণ হয়েছে। বিকল্প নাম আরেকটা আছে- কুদ্দুস ;)



কোনটা রেখে কোনটা যে ধরবে, এ মেয়ের কোনো ঠিকঠিকানা নাই ;)


বেশ মজা পেলুম ;)

১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৩

আহসানের ব্লগ বলেছেন: আবুল বিড়ি আছে শুনেছিলাম প্রিয় ব্লগার,
আবুল নায়ক আছে তা শুনিনি,
থেঙ্কু থেঙ্কু থেঙ্কু। ;) :-B

১০| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০৪

নিয়েল হিমু বলেছেন: lol man lol

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

আহসানের ব্লগ বলেছেন: হাহাহা

১১| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৭

লিখেছেন বলেছেন: bhai shundor likhsen

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৫

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ লিখেছেন ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.