নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

একটি নিবেদন

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৬

তুমি কি আমার সকাল হবে?

নাকি চায়ের কাপের উষ্ণতা হবে?

তপ্ত দুপুরের রোদ হবে?

নাকি ক্লান্ত বিকেলের শ্রান্তি হবে?



সন্ধ্যা বেলার আকাশ হবে?

নাকি রাত বারোটার চাঁদ হবে?



ঘুম পাড়াবার গান হবে?

নাকি ঘুমের মাঝে স্বপ্ন হবে?



অথবা স্বপ্ন গুলোর কথক হবে?



ধুর ছাই কি যা তা বকছি!

বলছি তুমি কি আমার হবে?



একটি নিবেদন

by নাসিমুল আহসান



ছেকা খাওয়া কপিতা আর কতো লিখুম?

তাই এবার একটা প্রেম নিবেদনটিক শেয়ার দিলাম! :p

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪০

এম. এ. হায়দার বলেছেন: নিজেও লেখেন... কবিতার কাছে অ্যাটলিস্ট ছ্যাঁকা খাওয়ার ভয় নাই। B-)

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

আহসানের ব্লগ বলেছেন: হায়দার ভাইয়া বলেছেন বেস্ট।
মজা এবং অনুপ্রেরণা পেলুম। ;)
অনেক শুভকামনা ভাইটি। :)

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া এটা তো আমারই লেখা,
নাসিমুল আহসান আমারই নাম। :)

২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪

চড়ুই বলেছেন: ভালো।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৭

আহসানের ব্লগ বলেছেন: ওউ আপনাকে মেহজাবিনিয় এত্তোগুলো ধন্যবাদ। ;)

৩| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:০২

জাফরুল মবীন বলেছেন: +

১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামতেও +

৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৬

এম. এ. হায়দার বলেছেন: ওহ্ হো। এটা তো ভুল হয়ে গেল।

সোজা জিনিস উল্টো করে বুঝছি। নাম লেখায় মনে করছি, অন্য কারো লেখা শেয়ার দিচ্ছেন, তাই নাম উল্লেখ করে দিচ্ছেন।

মাই মিসটেক।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৯

আহসানের ব্লগ বলেছেন: হি হি হি।
এটা তেমন কিছুইনা, :-B

৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল নিবেদন। এবার গ্রহণ করলেই হয় ।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৮

আহসানের ব্লগ বলেছেন: দুয়া রাখবেন ভাইয়া। ;)

৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪০

হাসান মাহবুব বলেছেন: দেহেন কাজ হয় কী না। পেলাচ।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩১

আহসানের ব্লগ বলেছেন: থেংকু ভাইয়া,
প্লাস আপনার মতামতেও। +

৭| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৫

মামুন রশিদ বলেছেন: ভালো ভালো !

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

আহসানের ব্লগ বলেছেন: ভালো থাকবেন, :)

৮| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই ভাল লিখেছেন ----- ভাল লাগা রেখে গেলাম কবিতায়

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০

আহসানের ব্লগ বলেছেন: ভালো থাকবেন,
শুভেচ্ছা রইলো। :)

৯| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কিন্তু উত্তর ইতিবাচক হওনের সম্ভাবনা তো দেখলুম না কুতাও! :(

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৭

আহসানের ব্লগ বলেছেন: দেখি সে কি বলে! ;) :-B

১০| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৮

রাজিব বলেছেন: আপনার নিবেদন সার্থক হোক আজ না হয় কাল।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৯

আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামতে +
ভালো থাকবেন, ;)

১১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৫২

মাহির মুনিম বলেছেন: ভালো লাগলো

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৪

আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইলো। :)
wellcome. :-B

১২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

দৃষ্টিসীমানা বলেছেন: পোস্টে +++ ।শুভ কামনা রইল ।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৩

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৩| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭

খোরশেদ খোকন বলেছেন: একটি সহজ সরল কবিতার মুগ্ধ পাঠ হলো।শুভকামনা রইলো...

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩১

আহসানের ব্লগ বলেছেন: খোরশেদ ভাইয়া পাঠে অনেক অনেক অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.