নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এ প্লাস

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

আচ্ছা উদাহরণ টা আমাকে দিয়েই দেই।

আমি এসএসসি এবং এইচএসসি কোনো পাবলিক

পরিক্ষা তেই জিপিএ ফাইভ পাইনি।

এখন এসিসিএ করার ইচ্ছে আছে।

সেই সাথে বিবিএস এ এডমিশন

নিয়ে রেখেছি।



খারাপ রেজাল্ট নেয়ার পরও কিন্তু

আমার এই বিশ বছর বয়সে ইনকাম টা খারাপ

না।

মোটামুটি একটা ছোটো খাটো পরিবার

চালানোর মতোই ইনকাম করি।



আসলে এই রেজাল্ট গুলো উন্নতির জন্য

তেমন কোন মানে রাখেনা।



এখানে টিকে থাকতে হলে অসম্ভব সহ্য

শক্তি আর

স্ট্রাগল করার ক্ষমতা থাকতে হয়।

আপনি যদি খারাপ রেজাল্ট করেও

সামনে এগিয়ে যাওয়ার জন্য

নিজেকে তৈরী করতে পারেন,

তবেই না আপনি একজন সফল মানুষ।

নিজেকে প্রমাণ করুণ টিকে থেকে।

এখানে বিশ্বাস না হারানোটাই সফলতা।

এখানে টিকে থাকাটাই সফলতা শত

প্রতিকূলতা উপেক্ষা করে।

এখানে একটু একটু

করে নিজেকে গড়ে তোলাটাই

সফলতা।



এখানে রেজাল্ট খারাপ করার পরেও

হাসি মুখে বাড়ি ফেরাটাই সফলতা।

এখানে নিয়তি সবটুকু

কেড়ে নিয়ে আপনাকে শেষ করলেও,

তারপরেও যদি আপনি টিকে থাকেন,

তবেইনা সেটা সফলতা।



আর এখানে নিজের ভেতর টাকে চিনুন।

আর শিখুন বাচতে।



এখানে সবটুকু শেষ হওয়া মানেই সব শেষ

হয়ে যাওয়া নয়।

শেষ শব্দ টুকু তো থেকেই যায়।

তাই শেষ দিয়েই না হয় আবার শুরু টুকু

করলেন।

শুভকামনা। :)



© http://www.facebook.com/aminasimulahsan

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এখানে টিকে থাকতে হলে অসম্ভব সহ্য
শক্তি আর
স্ট্রাগল করার ক্ষমতা থাকতে হয়।



সুন্দর পরামর্শ। খুব ভালো লাগলো। আমি একমত।

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৫

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ব্লাগার বন্ধু :-)

২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৩

কালের সময় বলেছেন: সহমত অনেক দিন পরে ভাই দেখ লাম আপনাকে ।

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৬

আহসানের ব্লগ বলেছেন: খুব খুব খুব ব্যস্ত থাকতে হয় রে ভাইয়া :(

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭

জাফরুল মবীন বলেছেন: গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া পাড়ার জন্য।
এবং মন্তব্য দানে উতসাহিত করার জন্য :-)

৪| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: এখানে টিকে থাকতে হলে অসম্ভব সহ্য
শক্তি আর
স্ট্রাগল করার ক্ষমতা থাকতে হয়।
আপনি যদি খারাপ রেজাল্ট করেও
সামনে এগিয়ে যাওয়ার জন্য
নিজেকে তৈরী করতে পারেন,
তবেই না আপনি একজন সফল মানুষ।


এটাই আসল কথা। জীবনে টিকে থাকতে হলে ভালো রেজাল্টের থেকে গুরুত্বপূর্ন হল টিকে থাকার ধৈর্য।

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮

আহসানের ব্লগ বলেছেন: হুম আর স্রষ্টা কিন্তু মানুষের এই সফলতা পরিক্ষা করে দেখেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.