নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
এক রাতে কোনো এক রাস্তায়
হেটে যাচ্ছিলাম।
কিছুটা পেছন ফিরেই দেখি পথ টা আর নেই।
পায়ের নিচে মাটি আর
বা পাশে মোচোড় দিয়ে ওঠা হৃদপিন্ড।
সেখানে লাল কাশ ফুল গুলো
উড়ে উড়ে মুঠো বার্তায় জানান দেয়।
কে যেন ভালো নেই।
তাই ঘুম থেকে উঠতে হবে,
খুব সকালে বেরিয়ে পড়ে স্বপ্নের
খোড়াক জোগাতে হবে।
দিন শেষ আমি আমার চোখে,
কেমন যেন অন্ধকার,
আমি আমার চোখে আবারও।
আবারও আমি দেখি,
ফাকা একটা কালো বৃত্ত।
কেমন যেন নিস্তদ্ধ।
সব কিছু ছাপিয়ে বুঝতে পারি,
আসলে সেখানে কোনো স্বপ্ন নেই।
নেই আসলেই কোনো আকা বুকি আর
কাউকে নিয়ে।
© http://www.facebook.com/aminasimulahsan
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬
মামুন ইসলাম বলেছেন: কে যেন ভালো নেই
আমি ভালো নাই এত সুন্দর একখান কবিটা কিন্তু পাঠক নাই ।
সামুতে বুঝলাম না হঠাৎ করে পাঠক কমে যাওয়ার কারন কি ?
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮
আহসানের ব্লগ বলেছেন: ব্যাপার না ভাইয়া।
মাঝে মাঝে এমন হয়
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮
হাসান মাহবুব বলেছেন: মন্তব্য এবং প্লাস বুঝিয়া লউন
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
আহসানের ব্লগ বলেছেন: হাসান ভাইয়া বুঝিয়া লউন ধন্যবাদ
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০
আলম দীপ্র বলেছেন: ভালো ভালো পোস্ট আড়ালে পরে যায় ! কি আর করা । ভালোলাগা জানিয়ে গেলাম ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
আহসানের ব্লগ বলেছেন: অাপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩১
আহসানের ব্লগ বলেছেন: বিশ বার পঠিত বাট কোনো মন্তব্য নাই।
তাই ভাবলাম আমিই একটা টেস্টিং মন্তব্য করি