নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আঠারো বছরের নিচে কেউ এই পোস্ট পড়বেন না।
রমাঃ স্যার ছুটি লাগবে!
স্যারঃ মাসে কটা ছুটি লাগে আপনার?
রমাঃ স্যার খুব অসুস্থ আমি তাই।
স্যারঃ দেখে তো মনে হচ্ছেনা।
আর এ মাসেই আপনার তিন দিন অনুপস্থিতি।
আর ছুটি হচ্ছে না।
যান এখন।
রমাঃ আসলে স্যার আমার একটু মেরী স্টোপসে যেতে হবে।
স্যারঃ মানে কী?
এম আর এম করাবেন নাকি?
দেখুন ওসব করাবেন না!
না হলে পরবর্তীতে বাচ্চা নিতে প্রবলেম হবে!
রমাঃ না স্যার আসলে পিরিয়ড টা থামছেই না।
তাই সাস্থ্য কর্মীর সাথে কথা বললে মন্দ হয়না।
স্যারঃ আচ্ছা যান।
তিন ঘন্টা সময় দিলাম।
রমাঃ কিন্তু স্যার আপনার ও তো আসতে হবে।
স্যারঃ মানে কী?
রমাঃ আমি হাজব্যান্ড ছাড়া যাবো ওখানে?
কেমন লাগে?
চল বলছি!
আর অভিনয় করতে হবেনা!
আসো।
রমার হাজব্যান্ড স্যারঃ আচ্ছা আস্তে,
ধীরে বলো!
আসছি।
কাজ টা জিএম কে বুঝিয়ে দিয়ে যাই।
অফিসের বাইরে,
আচ্ছা রিকশা নিবে?
রমার হাজব্যান্ডঃ হুম চল আগে ফুচকা খাই।
রমাঃ তুমি না ফুচকা খাওনা?
রমার হাজব্যান্ডঃ আজ তোমার অভিনয় টা ভাল
ছিল।
তাই ফুচকা পার্টি টা তোমার জন্য উপহার।
রমাঃ এজন্যই তো ভালবাসি!
রমার কথা,
প্রথম এবং শেষ পর্ব।
১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০
আহসানের ব্লগ বলেছেন: কিছুই হইবোনা ।
এক বছর পরে আঠারো হইবো ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১
সরদার হারুন বলেছেন: এ ধরণের লেখা পোস্ট না করলে চলে না ?
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫
আহসানের ব্লগ বলেছেন: লেখাটার উদ্দেশ্য আপনি বুঝেন নি হয়তো ।
আমার উদ্দেশ্য ছিল আপনাদের মেরী স্টোপস এর ব্যপারে
ধারনা দেয়া ।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধোঁকা খেয়েছি
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা
৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
কলমের কালি শেষ বলেছেন:
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫
আহসানের ব্লগ বলেছেন: কি বলিতে চাহিলেন ভ্রাতা ?????
৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৫
মামুন রশিদ বলেছেন: হাহাহ, ভালোই ।
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৭
বিডি আইডল বলেছেন: হায় হায়...আমার বয়স ১৭...এখন কি হবে?!