নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
তারপরেও কোনো এক দিন,
জানি ভাববে,
কতোটা বোকা ছিলাম আমি।
শুধুই তোমার মায়ায় পড়ে গুনেছি কত অশ্রু।
আর তবুও আমি বকুল ফুলে ডুবেই থাকবো,
আর তুমি বলবে মিছে করেছিলাম পণ!
তোমায় নিয়ে পাড়ি দিব বলে এপার।
জানি তবুও স্বপ্নেরা আসবেই,
আর সেখানে তুমিও
আর বরাবরের মতই আমি আঁকবো তোমায়।
আর মাঝে মাঝে বলবো,
নেই আজ কোনো আঁকা বুকি আর কাউকে নিয়ে।
আমি জানি তুমি বিভ্রান্তে ডুববে,
আর আজ তাই আমার এই খোলা চিঠি,
পড়ে নিও,
তোমার জন্যই তো!
©আত্মকেন্দ্রীক কোনো একজন
মিথ্যে তবুও
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
আহসানের ব্লগ বলেছেন: অসম্ভব একটা ব্যাপার ।
তাই শেষ মেষ বললাম মিথ্যে তবুও
২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তারপরেও কোনো এক দিন,
জানি ভাববে,
কতোটা বোকা ছিলাম আমি।
শুধুই তোমার মায়ায় পড়ে গুনেছি কত অশ্রু।
সুন্দর...।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
আহসানের ব্লগ বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা ভাইটি
এবং অনেক অনেক ধন্যবাদ
৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮
মামুন রশিদ বলেছেন: মায়া ভরা কবিতা ।
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
আহসানের ব্লগ বলেছেন: মায়া ভরা মতামত
৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭
বলেছেন: +++-
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
আহসানের ব্লগ বলেছেন: শেষের দিকে মাইনাআস ওওওওওও ?????
৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
জাফরুল মবীন বলেছেন: ভাল লেগেছে +++
২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া প্লাসে এবং পাঠে
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬
খেলাঘর বলেছেন:
আমিও আত্মেকেন্দ্রিক হতে চাই; দেখা যাক, কি হয়!