নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

যে মুভিটা না দেখলেই নয়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৫

বলতে লজ্জা লাগছে,

একটা মুভির কিছু দৃশ্যে কাঁদলাম ।

Steven Spielberg এর Saving Private Ryan (১৯৯৮)



মুভিটার বাজেট ৭৭ মিলিয়ন ডলার এবং মুভিটি ব্যাবসা করে প্রায় পাঁচশ

মিলিয়ন ডলার । মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ঘটনার ওপর ভিত্তি করে তৈরী করা হয়।

চার ভাই যুদ্ধে অংশ গ্রহণ করে ,

ইতিমধ্যে তিন জন প্রাণ হারান ।

তো অ্যামিরিকার সেনা প্রধাণ যখন অবগত হলেন ,

তিন ভাইয়ের মৃত্যর খবর (টেলিগ্রাম) তাদের মায়ের কাছে যাবে ।



তিনি তড়িৎ সিদ্ধান্ত নিলেন চতুর্থ জীবিত ভাই কে যেভাবেই হউক তার

মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে ।

না হয় একই সাথে চারটি মৃত্যর খবর বইতে হবে টেলিগ্রামে ।



সাথে সাথে অর্ডার দেয় হয় ক্যাপ্টেন John H. Miller (টম হ্যাঙ্কস) কে চতুর্থ ভাইটিকে যেনো জীবিত ঘরে ফিরিয়ে আনা হয় ।



কিন্তু চতুর্থ ভাই রায়ান কে খুঁজে বের করা এতো সহজ হয়না ।

প্রায় আট জনের একটা টিমের ছ জন মারা যায় রায়ান উদ্ধার অভিজানে ,

পরিশেষে রায়ান কে পাওয়া যায় ।



প্রথম সাতাস মিনিটের জন্য বহুল প্রশংসিত হয় মুভিটা ।

অস্কার জয়ী টম হ্যাঙ্কসের দুর্দান্ত অভিনয় বরাবরের মতোই মুগ্ধ করে দর্শক দের ।



মুভিটা আমিরিকান National Film Registry তে জায়গা করে নেয় দুহাজার চৌদ্দ তে ।

এবং খ্যাতনামা পরিচালক স্টিফেন স্পিলবারগের অন্যতম ব্যাবসা সফল মুভি ,

টম হ্যাঙ্কসের অন্য তম শ্রেষ্ঠ ।



যাই হউক দেখতে মিস করবেন না যেন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১১

সাজিদ ঢাকা বলেছেন: পরে দেখবো , , স্তম্ভিত হয়ে রয়েছি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৬

আহসানের ব্লগ বলেছেন: স্তম্ভিত কেনো ?

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৩০

আরাফাত হিমু বলেছেন: বহুবার দেখা একটা অসাধরন মুভি। বিনীত ধন্যবাদ ছবিটি দেখার জন্য সবাইকে উৎসাহিত করার জন্য। আর হ্যাঁ টম হ্যাঙ্কস মানেই নতুন কিছু যা দর্শকের মাথা এলোমেলো করে দেবার জন্য যথেষ্ট।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

আহসানের ব্লগ বলেছেন: আমার খুব প্রিয় একজন অভিনেতা :)
আপনাকে স্বাগতম ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯

জাফরুল মবীন বলেছেন: আপনার রিভিউ পড়ে মুভিটা দেখার আগ্রহ জাগল বেশ। :)

ধন্যবাদ আপনাকে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে স্বাগতম ভাইয়া :)

৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫৯

এম এম করিম বলেছেন: ভালো মুভি।

ধন্যবাদ এটা নিয়ে লেখার জন্য।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২১

আহসানের ব্লগ বলেছেন: আপনি হয়তো দেখেছেন মুভিটা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.