নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভাগ ছাগু ভাগ

০৫ ই মে, ২০১৫ রাত ১০:১৬

আজকে বিশ্ব দৌড়ানি দিবস ,
এই দিনে কাঠ মোল্লা রা বাতাসের বেগে ঢাকা ছাড়ছিলো

আর কিছু ছাগু খবর রটাইলো আড়াই হাজার তত্ত ।
আর কিছু হাবা তা মাইনাও লইসিলো ।

দিনের শুরুতে এই দিনে প্রধাণ প্রতিপাদ্য ছিল
"আয় ছাগুকূল ঢাকায় আয় কাঠাল পাতা মাখা খেড় কাকে খায়" |-)
আর মাঝ রাতে এই দিনে প্রতিপাদ্য ছিল
"ভাগ ছাগু ভাগ" X((

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


মোল্লারা কিছু না বুঝে জামাটের কাছে বিক্রি হয়েছিল।

০৫ ই মে, ২০১৫ রাত ১১:১২

আহসানের ব্লগ বলেছেন: যারা ভাবে ব্লগ দিয়া নেট চালায় তারা তো কিছু না বুইঝাই ফাল পাড়বো ।

২| ০৭ ই মে, ২০১৫ রাত ১:৫৩

বাংলার জামিনদার বলেছেন: সে এক মজার দৃশ্য ছিলো রে ভাই।

০৭ ই মে, ২০১৫ সকাল ৮:৫৭

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.