নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
প্রথমেই বলে রাখি যারা চাইনিজ হাইইইইইইইই হুইইইইইই টাইপের মুভি ছাড়া ড্রামাটিক কমেডি মুভি ধৈর্য সহকারে দেখতে পারেন না তাদের জন্য এই মুভি টা না ।
আজকের এই মুভি রিভিউ টা শুধু মাত্র মুভি প্রেমীদের জন্য নয় , মিউজিক প্রেমীদের জন্যও বটে । হৃদয় ঠান্ডা করানো মিউজিক আর সীমাহীন খুশখুশে হাসতে চাইলে আপনার জন্য মুভিটি দেখা বাঞ্ছনীয় । মুভিটির নাম O Brother Where Art Thou (2000) ।
অভিনয় করেছেন জর্জ ক্লুনি , John Turturro , Tim Blake Nelson এবং আরও অনেকে ।
মুভির কাহীনি শুরু হয় তিন কয়েদীর পলায়নের মধ্যে । Everett (জর্জ ক্লুনি) থাকেন কেন্দ্রীয় চরিত্রে । Everett এর বন্দি দশায় Everett
এর ওয়াইফ ঠিক করেন Everett কে ডিভোর্স দ্বিতীয় বিয়ে করবেন কিন্তু Everett তা হতে দিবেন না । এবং এ জন্য সে জেল থেকে পালাতে উদ্ধত হয় । এবং সাথে আরও দুজন কয়েদী বন্ধু কে সাথে নেয় একটা মিথ্যা বলে আর মিথ্যা টা হল Everett এক স্থানে অনেক সম্পদ লুকিয়ে রেখেছেন যা ওরা খুঁজে পেলে সবাই ধনী হয়ে যাবে ।
কিন্তু পালানোর পর পুলিশ তাদের পিছু ছাড়েনা একটা স্পেশাল টীম ওদের খুঁজে বের করার জন্য পাঠানো হয় এবং তখনই ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা এবং মন কাড়া সঙ্গীতায়োজন ।
মুভিটির প্রত্যেকটি গান হৃদয় কাড়া আর সাথে তো আছে সব ক্যাটাগরিতেই অস্কার নমিনেশন এবং দুবার অস্কার জয়ী জর্জ ক্লুনি ।
এবং তিন জনের অনবদ্য অভিনয় ।
দেখবেন কিন্তু
১৭ ই মে, ২০১৫ রাত ১:৩৬
আহসানের ব্লগ বলেছেন: Click This Link
১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৫৭
আহসানের ব্লগ বলেছেন: গুগুলে খোঁজ দিন পেয়ে যাবেন । আর নয়তো আমার সাথে এফবিতে যোগাযোগ করতে পারেন ।
https://www.facebook.com/aminasimulahsan
২| ১৭ ই মে, ২০১৫ রাত ১:৪৭
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ডাউনলোডে দিসি।
১৭ ই মে, ২০১৫ রাত ১:৪৮
আহসানের ব্লগ বলেছেন: অসাধারণ একটা মুভি দেখে ধন্যবাদ দিতে ভুলবেন না
৩| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দেখে ফেলবো খুব শীঘ্রই। কাহিনীটা আকর্ষণীয়, দেখা শেষে প্রতিক্রিয়া জানানোর ইচ্ছা রাখি।
১৭ ই মে, ২০১৫ রাত ৯:২৯
আহসানের ব্লগ বলেছেন: আপনার প্রতিক্রিয়ার আশায় রইলাম ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৫ রাত ১:২২
টেকি সুফিয়ান বলেছেন: ভাই ছবিটি পাব কোথায়?