নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
একজন লেখক যিনি সত্য ঘটনার উপর গল্পের বই লেখার জন্য পরিবার সহ ওঠেন এক বাড়িতে । যে বাড়িতে এর আগে ক্রাইম সংগঠি
হয়েছিল । কিন্তু পূর্বে গঠিত কোনো ক্রাইমের রহস্য ভেদ করতে পারেন পুলিশ । লেখক বুঝতে পারেন এ বাড়িতে থাকলে তার পরিবারের জন্য মঙ্গল জনক হবে না । তাই তিনি তড়িত সিদ্ধান্ত নিলেন বাড়িটা ছেড়ে দিবেন ।কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে , বাড়ি ছাড়া মানেই যে মৃত্য তা লেখক বোঝেন নি । যদিও মৃত্যর আগে তিনি রহস্য ভেদ করতে পেরেছিলেন কিন্তু তাতে লাভ ছিলনা । লেখক তার পুরো পরিবার সহ মারা পড়েন ।
আচ্ছা এবার আসি অন্য একটা মুভির কাহীনি তে ,
একজন বাবার বড় শহরে ট্রান্সফার হয় তার পোস্ট , এক ছেলে আর দুই মেয়ের এবং বাবাসহ সংসার , ছেলে মেয়েদের মা মারা গিয়েছেন অনেক আগেই । এক রাতে নায়ক খেয়াল করেন কে যেনো কাঁদছে , কান্নাটা একদম ভৌতিক । বোঝা যাচ্ছেনা শব্দ টা কোথা হতে আসছে ।
দু বোন ভয়ে তটস্থ । পরে নায়ক বুঝতে পারেন পাশের বাড়িতে এক বিবাহিত নারীর কান্না ছিল ওটা । মেয়েটার সাথে নায়কের বন্ধুত্ব হয় ।
মেয়েটার স্বামী সংসারি হতে চায়না । বাচ্চা কাচ্চা নিতে চায়না পরমা সুন্দরী মেয়েটাকে দাঁড়িয়ে রেখে রাত ভর শুধুই চোখ জুড়োয় ।
এক সময় তিন সন্তানের জনক চাকরী হারান অবশেষে মারা যান , সব দায়িত্ব এসে পরে বড় ভাইয়ের ওপর । কিন্তু ছেলেটার চাকরী হচ্ছিলনা কোথাও । বোন গুলোকে বিয়ে দিয়ে উপায়ও নেই । শেষ মেষ তিন ভাই বোনে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় খুঁজে পান নি ।
উল্লেক্ষ্য এই একই বাড়িতে একই রকম ঘটনা এর আগে একবার ঘটেছে , পাশের বাড়ির সেই পরমা সুন্দরী মেয়ের সাথে প্রণয়ও হয়েছে,
কিন্তু সেই মেয়েকে কেউ নিয়ে যায়নি সংসারি জীবনে এবং কখনো আসেনি ।
হ্যা মুভিটির নাম ছিল কখনো আসেনি ।
এবার আসি কিছু কথায় ,
আজ থেকে চুয়ান্ন বছর আগের পরিচালক জহির রায়হান যদি এতো সুন্দর মুভি তৈরী করতে পারেন যেই মুভি বর্তমানে হলিউডের মুভির সাথে তুলনা করা যায় তবে আজকালের পরিচালকেরা কেনো পারেনা ?
দেশের শত শত লেখক আছেন যাদের লেখা এক একটা মাস্টার পিস । ধরা যাক সৈয়দ ওয়ালীউল্লাহর চাঁদের অমাবস্যার কথা বলি ।
এমন মাস্টার পিস একটা উপন্যাস নিয়ে কেনো মুভি হয়না ?
দেশে কী সব মূর্খ ?
এক জহির রায়হানের পরে কী আর কোনো জহির রায়হান আসবেন না ?
দেশটার চলচিত্র শিল্প কী অনন্তকালের জন্য পোলিও আক্রান্ত ?
লজ্জা ।
২২ শে মে, ২০১৫ রাত ১২:৪৭
আহসানের ব্লগ বলেছেন: আরেহ ভাই ভালা মুভি বানাইলে সুন্দরী মাইয়াগো লগে টাংকি কবে মারবো ?
২| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৩৩
মিনি বেগম বলেছেন: ভালো বলছেন ভাললাগচ্ছে
২২ শে মে, ২০১৫ রাত ১২:৪৭
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ আপা
৩| ২২ শে মে, ২০১৫ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনি আমাদের জহির রায়হান, তৈরি হোন।
২২ শে মে, ২০১৫ রাত ২:১৯
আহসানের ব্লগ বলেছেন: আমার এ সম্বন্ধে কোনো জ্ঞ্যান নেই । যাদের আছে তারা কেনো হয়না !
৪| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:৩৪
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৩ শে মে, ২০১৫ রাত ১০:২৩
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ২৪ শে মে, ২০১৫ রাত ১২:০৮
অপু দ্যা গ্রেট বলেছেন: জহির রায়হানেরা যুগে যুগে আসে না । শতাব্দীতে আসে ।
আর উনার মত কেউ বানাতে পারবে বলেও মনে হয় না ।
তবে ফারুকীর মুভি গুলো ভালই লাগে ।
২৪ শে মে, ২০১৫ রাত ২:৩৭
আহসানের ব্লগ বলেছেন: ফারুকির মুভি গুলা এক ঘেয়ে টাইপের । ভাল নির্মাতা দেশে নাই বললেই চলে ।
৬| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সে মেধা থাকলে তো।
২৪ শে মে, ২০১৫ দুপুর ২:০১
আহসানের ব্লগ বলেছেন: মেধা আছে স্বদিচ্ছা নেই
৭| ২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন:
মাস্টারপিসও যার তার হাতে পরলে টোটাল বুলশিট প্রডিউস করতে পারে। এই দেশে ওইরকম পরিচালক এখনো আসেনাই, আমরা হয়তো সি লেভেলের সিনেমাপ্রেমী না।
২৫ শে মে, ২০১৫ রাত ১১:১৩
আহসানের ব্লগ বলেছেন: ওই রকম পরিচালক হওয়া টা মনের জোরের ব্যাপার ভাইয়া । আমার মনে হয় টাকা ঢাললেই হবে । কিন্তু এ খাতে বিনিয়োগ আসে কম ।
৮| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৫:১০
তুষার কাব্য বলেছেন: একজন জহির রায়হান বার বার আসেনা । কিংবা আমরা হতে দেইনা । তবে আমাদের যা আছে তাতেই বা আমরা কি করছি আমাদের এই শিল্প টা কে নিয়ে । কোন আশা তো দেখতে পাচ্ছিনা ।
২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৭
আহসানের ব্লগ বলেছেন: আমাদের যে একদম নেই তা কিন্তু না , সমস্যা টা টাকায় আর মেধায় ।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৫ রাত ১২:২৮
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সত্য বলতে দ্বিধা নাই, আমাদের ভাই ব্রাদার ভ্রাতারা আগে ট্যাঁকের কথা চিন্তা করে। মেধা খাতায় কলমে সীমাবদ্ধ। অনেকে দুকথা শুনিয়ে দেবেন। বলি, ভাই থামেন। বহুত দেখেছি। চলেছি।