নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

জাতি হিসেবে কী আমরা

২০ শে জুন, ২০১৫ রাত ৩:৪৮

ইন্ডিয়ান ২ পোলাপাইন মওকা মওকা এড বানাইয়া তাগো জাত চিনাইলো ,
চিনাইলো ওরা খারাপ আর জোচ্চোর ।
আর আমরা বাঁশ শব্দ টা ইউস করি গালাগাল করার সময় ।
আমরা এড বানাইলাম অশ্লীল ।
আমি এটা কোনো ভাবেই মানিনা আমরা জাতি হিসেবে অশ্লীল ।
এক মোজো কোম্পানী আমাদের ১৭ কোটি মানুষকে প্রেজেন্ট করতে পারেনা ।
আমি এ ধরনের অশ্লীল বিজ্ঞাপণের সমর্থন করিনা ।

ইন্ডিয়া খারাপ তাই বলে আমাদেরও খারাপ হতে হবে তা আমি মানিনা ।

আজ দেখলাম ইন্ডিয়ান মিডিয়া আমাদের খুব ভাল ভাবেই প্রেজেন্ট করেছেন ।
এবং নিরপেক্ষ নিউজ ফলাও করে প্রচার করেছেন ।
তার চেয়ে ভাল কথা তারা ইন্ডাইরেক্টলী স্বীকার করেছেন ওয়ার্ল্ড কাপে কিছু একটা ঘাপলা
ছিল ।
এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ ।
আমি এ পর্যন্ত আনন্দ বাজার পত্রিকার কলাম টা কয়েকবার পড়েছি ।
এতো ভাল লাগে কেন বুঝতেই পারছেন ?
wink emoticon

বাই দ্যা ওয়ে রেন্ডীয়া মানে কী ?
খারাপ গালি টালি নাকি ?

আরেকটা কথা খেলায় হারলে পাপনের দোষ !!!
আর খেলায় জিতলে পাপন কে ? চিনিনা !!!

যাই হউক খেলায় হারলে যারা পাপনের দোষ খুইজা বেড়ান তারা এখন কই ?
টেস্টে এক পেসার কেন রাখসিল তা কী বোঝেন নাই ভাইয়েরা ?
পাপন রে তো ধুইসিলেন ২ দিন আগেও ।
ভারত টেস্টের স্পিনের দিকে বেশী মনোযোগ দিতে গিয়া ওয়ান্ডে তে ধরা খাইসে ,
এটাই ছিল বিসিবির মাইন্ড গেইম ।

তো ভাই পাপনরে ২য় বার ধোয়ার আগে একটু ভাইবা নিয়েন ।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ ভোর ৪:৪২

সচেতনহ্যাপী বলেছেন: খেলেছে এবং জয়ও ছিনিয়ে এনেছে মাঠের ওরা।। হারলে বদনামও হতো ওদের।। তাই মাঠের বাহিরের কৃতিত্ব যদি দিতে হয় তাহলে তা দিতে হবে কোচ এবং সহকারী তথা খেলার সাথে সরাসরি যারা যুক্ত তাদের।।

২০ শে জুন, ২০১৫ ভোর ৬:৫২

আহসানের ব্লগ বলেছেন: আর হারলে পাপন ??????

২| ২০ শে জুন, ২০১৫ সকাল ৯:২৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: পাপন একটা নির্লজ্জ ভারতীয় দালাল। তাই বাংলাদেশ হারলে বুঝতে হবে, যে তাতে পাপনের কোন চাল আছে।
আর মোজো ১৭ কোটি বাংলাদেশের মনের ভাব প্রকাশে এনেছে। আপনার যদি চুলকায়, অফ যান।
বিসিবির মাইন্ড গেম খেলতে গিয়া টেস্টে মানইজ্জত সব হারাইলে কি বলতেন, নাকি টেস্ট কোন খেলা না? একটা ওয়ার্মআপ গেম?

২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৮

আহসানের ব্লগ বলেছেন: পাকি রাজাকার য়াইসা পড়লো রে ।

৩| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: চুলকানির লক্ষণ প্রকটভাবে বিদ্যমান। কিসের মধ্যে কি, খেলার মধ্যে 'পাকি'। গায়ের মধ্যে বিছুটি ঘষেন ভালো কইরা

২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

আহসানের ব্লগ বলেছেন: আরে ভাই ভুলটা কী লিখসি বলবেন তো । গালাগাল সমর্নন করিনা তাতে আপনার কী ?

৪| ২১ শে জুন, ২০১৫ সকাল ৮:৫৭

এস নূর রহমান বলেছেন: পাপন স্যার বাংলাদেশ টিমের জন্য অনেক কিছু করছে এটা মানতেই হবে।
আর আমরা খারাপ জাতি নাহ, " ইট মারলে যে পাটকেল খেতে হয়" এটা ভুলে হবে নাহ ভাই।

২১ শে জুন, ২০১৫ রাত ১১:৪১

আহসানের ব্লগ বলেছেন: আমদের বাঘেরা পাটকেল টা খেলার মাধযযমেই দিতে জানেন ;-)

৫| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১:২১

প্রীতম মাঝি বলেছেন: ভাই মোজোর এড দেখে আপনার কি চুলকায়??

২১ শে জুন, ২০১৫ রাত ১১:৪০

আহসানের ব্লগ বলেছেন: ওইরকম চুলকাইলে ভারতরে জোচচচোর কইতাম না ।

৬| ২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫১

এস নূর রহমান বলেছেন: হূম, বুঝতে পারেছি আপনার কথা :) ধন্যবাদ ভাই

২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:১৪

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে স্মামতম ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.