নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
কিছু দিন আগে এক মেয়ে লেখিকা রিকু দিয়েছিল, আমি ইনফো পড়ে মুগ্ধ হই আর ক্লোজ ফ্রেন্ড লিস্টে নিয়ে নেই। তার কিছু দিন পর সে স্টেটাস আপডেট দেয়!
কন্যা আপডেট হিজ স্টেটাস
আমি অতকিছু খেয়াল না করে স্টেটাস টা পড়ি!
''ame ke kora bajai?
ami tamaka kato balbasi!
স্টেটাস পড়ার পর আমি আকাশ থেকে পড়ি! তার ও পরে তাকে ক্লোজ ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড করে দেই। তারপরে আবার নোটিফিকেশনে আসি, এবং খেয়াল করি!
কন্যা আপডেট হিজ স্টেটাস?
হিজ? ??
২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩
আহসানের ব্লগ বলেছেন: আইডি টা ফেইক ছিল ।
২| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০১
চলন বিল বলেছেন: মানে কি ওটা ফেক আইডি?
২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩
আহসানের ব্লগ বলেছেন: হুম ছাইয়া আইডি ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১
হাসান মাহবুব বলেছেন: me ke kora bajai?
ami tamaka kato balbas
আহা! অপূর্ব! মন ভরে গেলো। অসাধারণ কবিতা।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪২
আহসানের ব্লগ বলেছেন: আহ মধু মধু !
৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৯
শায়মা বলেছেন: হা হা
ইনবক্স করেনি ভাইয়া?
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৭
আহসানের ব্লগ বলেছেন: না আপা আমিও ইনবক্স করেনি আর হিজ ও না !
৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩১
শায়মা বলেছেন: যাক তবুও বাঁচা। মাঝে মাঝে আমি তো একদা চেনা মানুষের ইনবক্স পড়েও ভীমরি খাই।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭
আহসানের ব্লগ বলেছেন: আমি অবশ্য মাঝে মাঝে ভুলে যাই ফেইসবুকে ইনবক্স বলে কিছু আছে , যাদের সাথে যোগাযোগ করার তা ফোনেই করি । বলা যায় ইবক্স টা ইউজ ই করা হয়ন নি আমার ।
৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা মুরাদ টাক্লা রক্স
হিজ
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩৭
আহসানের ব্লগ বলেছেন: হতেই হবে !!! হিজ না ?
৭| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৭
মায়াবী রূপকথা বলেছেন:
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৩:১২
আহসানের ব্লগ বলেছেন:
৮| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৯
Blogger Zubair বলেছেন: ফালত এতো ছোট লেখা ব্লগে লেখা মানে ব্লগের পরিবেশ নষ্ট করা
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২১
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত দান করার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৩:১৯
বেরসিক কথক বলেছেন: কিছু বুঝলাম না। আবোল তাবোল।