নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
কিছু গল্প পড়ে থাকে বাতিলের খাতায়,
এবং তা ধীরে ধীরে বিলুপ্ত হয়।
সেই কিছু গল্প গুলো হয়তো
শুধুই কারো একার সম্পদ।
হয়তো কোনো একজন শুধুই একজন মনে রাখে আমৃত্য।
হয়তো এমন কারো জন্য যার কোনো হৃদয় নেই।
কিছু মানুষ যারা পড়ে থাকে বাতিলের খাতায়।
এবং তারা ধীরে ধীরে বিলুপ্ত হয় আরও।
হয়তো তারা কারো একজনের জন্য মনে মনে
বেধেছিল ঘর।
সেই ঘরটা বিলুপ্ত হওয়ার পরেও হয়তো তার রেশ রয়ে যায়।
আর তারা সেই রেশ নিয়ে কাটিয়ে দেয় নদীর এপার।
তবে এসব মানুষ অথবা গল্পের জন্য কারো সময় নেই।
এরা শুধুই একটা ফেলে দেয়া গল্প,
যেখানে লেখক থাকেনা
থাকেনা কাগজের সোদা গন্ধ।
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ সিনবাদ ভাইয়া
২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৫
রাগিব নিযাম বলেছেন: ভালো হয়েছে +++
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩
আহসানের ব্লগ বলেছেন: প্লাসে এবং পাঠে অনেক ধন্যবাদ ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কিছু মানুষ যারা পড়ে থাকে বাতিলের খাতায়।
এবং তারা ধীরে ধীরে বিলুপ্ত হয় আরও।
হয়তো তারা কারো একজনের জন্য মনে মনে
বেধেছিল ঘর।
টাচি কথা ।
কবি হয়ে ওঠছেন বোধ হয় ।
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া পাঠে । পরের লাইনের উত্তর কী দেব বুঝতে পারছিনা
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭
নেক্সাস বলেছেন: ভাল লাগলো
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২২
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২০
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১০
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার সুমন ভাইয়া
৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬
আবু শাকিল বলেছেন: ভাল লাগল ভাইয়া
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৫
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৭
আহসানুল হক পিয়াস বলেছেন: ভালো লাগল
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু আমার তোমাকে ব্লগে দেখে প্রাণ ভরলো আমার ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫৬
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।