নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
গতবারের বৈশাখের একখান হাস্যকর এন্ড ভেরী লুলাটিক একটা ব্যাপার শেয়ার দিতাসি । :v
তিনটার দিকে গেসিলাম ডিসি হিলে।
একাই ছিলাম হাটতে হাটতে দেখি আমার এক ফ্রেন্ড টাকার বিনিময়ে সুন্দরী গো গালে কি জানি করে । :p
আহ কী অবস্থা ।
বন্ধু আমারে দেইক্ষা কইলো দোস্ত এগুলা একটু ধর তো আমি প্রকৃতির কাজে যাই । :/
বিশ মিনট ধইরা অঙ্কন করার সরন্জাম হাতে লইয়া পিচ ঢালা রাস্তার উপর বিদ্যুতের খাম্বার মতো খাড়াইয়া থাকলাম ।
হঠাত্ ই কইথ্থেইকা একখান অতি বিরল প্রজাতির গাল সুন্দরী আমার সামনে আইসা তাহার গাল খানা পাতিয়া দিল । 3
এহন আমি এই গালের কী করুম? :p
চিন্তা কইরা ভাইবা পাইতাসিলাম না । :'(
এইদিক দিয়া আমার একটা মাত্র হৃদপিন্ড ছিড়া পইড়া যায় যায় অবস্থা ।
অতঃপর অতি বিরল প্রজাতির গাল সুন্দরী আমারে কইলো কেবলার মতো কী দেখেন ?
শুভ নববর্ষ লিখে দিন । :@
আমি আর কী করুম কন দেহী? :/
কোনো রকমে অঙ্কন করার সরন্জাম ফালাইয়া দিলাম একখান দৌড় ।
এরপরে তিনদিন অসুস্থ ছিলাম ।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা আপনি তো মগার মানুষ ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭
মানবী বলেছেন: ডিসি হিল কি বা কোথায় না জানলেও আপনরা লেখা পড়ে ভালো লাগলো :-)
মজার ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ আহসানের ব্লগ।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪
আহসানের ব্লগ বলেছেন: স্বাগতম আপনাকে আপা ।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে... দৌড় দিয়া ভালোই কর্ছেন।।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫
আহসানের ব্লগ বলেছেন: সারা জীবন মনে করলাম পাপ করেছি আর আপনি এ কি শোনালেন
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
সুলেমানের বাপ বলেছেন: দৌড় দেয়া ভাল
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫
আহসানের ব্লগ বলেছেন: ঘাম ঝড়ে তাই ?
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩
হাফিজ বিন শামসী বলেছেন: মজার বিড়ম্বনা।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫
আহসানের ব্লগ বলেছেন: উহু । মধুর !!!
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: সাহস কইরা লিইখ্যাই দিতেন ।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
আহসানের ব্লগ বলেছেন: অত সাহস কোথায় পাই ?
৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
গেম চেঞ্জার বলেছেন: মাইরালা!!
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
আহসানের ব্লগ বলেছেন: আপনার বাসার ঠিকানা টা দিন
৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: হা হা হা হা
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা হা হা আমি আপনার থেকে একবার বেশি হা করলাম
৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
সুমন কর বলেছেন: ...... কেবলার মতো কী দেখেন ?
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭
আহসানের ব্লগ বলেছেন: ললনার গাল !!!
১০| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৪
বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামলাতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তারা রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !
খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর
এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।
শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪
যান্ত্রিক পাগল বলেছেন: মগা পেলাম ভা!! :পি