![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
বৃষ্টির কথা ছিল,
আজ হয়নি।
কিন্তু আবহাওয়া অফিস টা তো এমন ভুল বলেনা!
ছাই হউক ওসব।
মরা পাতা অথবা বুড়ির চুড়ি,
ওসবেও কি এসে যায়।
বাতাসের ভারে পুই মাচাটাও নড়ে,
তাতেও কী বয়ে যায়!
সব ধুলো আকাশে মেঘের সাথে মিলনে মাতে,
এটাও ভাবায় না তোমায়!
ঢাকার রাজপথে পথচারী ভেজে,
কাক হয়ে ঘরে ফেরে,
আর আমি!
তুমি দাড় করিয়ে রেখেছো আমায়।
আমার মনে পড়ে তোমায় মনে পড়ে।
মহাখালী ফ্লাইওভারে সেই শেষ তোমায় দেখেছি,
তুমি হেসেছিলে দিকব্দিক চেয়ে।
আমি সেদিন উড়েছিলাম,
তুমি শুধু হেসেছিলে।
১৩ ই জুন, ২০১৬ রাত ২:২২
আহসানের ব্লগ বলেছেন: বাহ আপা আজ আমার কবিতা দেখা যায় হিট খেয়েছে । অভাবনীয় । অনেক ধন্যবাদ আর শুভ কামনা !
২| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৮
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ভালোই লাগলো। +
১৩ ই জুন, ২০১৬ রাত ২:২২
আহসানের ব্লগ বলেছেন: আমার ব্লগে প্রথম আসায় আপনাকে শুভেচ্ছা আর শুভ কামনা ।
৩| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!
১৩ ই জুন, ২০১৬ রাত ২:২৩
আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া ।
৪| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালোলাগা রেখে গেলাম, ভ্রাতা!!
১৩ ই জুন, ২০১৬ রাত ২:২৪
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া অনেক । আর শুভ কামনা রইলো
৫| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
বিজন রয় বলেছেন: বৃষ্টি আর প্রেম।
ভাল লেগেছে।
১৩ ই জুন, ২০১৬ রাত ২:২৫
আহসানের ব্লগ বলেছেন: ওহ ভাইয়াটি কেমন আছেন ?
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৫
শায়মা বলেছেন: মজার প্রেমময় কবিতা ভাইয়া!!!!!!!!![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)