নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
এখনো আমার কবিতা লিখতে ইচ্ছে করে,
ইচ্ছে করে কোনো ষোড়শীরর জালে আটকে পড়ে
মুক্তি পাবার প্রহর গুনি।
ইচ্ছে করে ঝুম শিলা বৃষ্টিতে আটকে পড়ে গান গাইতে
ব্যাথার সময়ের।
এখনো আমার মনে অতটুকুই প্রেম আচ্ছাদন যা তোমার বাড়ির রঙিন চিলেকোঠায় আটকে আছে বহুকাল।
আমার প্রতিটা কবিতাই শুধু কাল্পনিক তুমিতে বহুকাল
ডাহুক পাখির সাথে একা ডাকে।
আমার প্রতিটা কবিতায় কান্না আশ্রয় পায়,
যদিও তাও কাল্পনিক।
আমি শুধু দুটো লাইন লিখে শুরু করি,
বাকিটা শেষ মেশ কি অর্থ বহন করে তা আমি নিজেও জানিনা।
তবু বরাবরের মতই বলবো,
কিছুনা কিছুতো না পাওয়া
যা আমাকে লেখায়
ভাবায় আবার তোমার প্রেমে পড়ে কবিতা লেখেতে।
কিন্তু সেই তুমিতো আজীবন কাল্পনিক।
আমি জানিনা কবে কখন কোথায় আমার এই শব্দনীড় টা
চোখ বন্ধ করে শেষ হবে। আমি সত্যিই জানিনা।
২| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:৫৭
শায়মা বলেছেন: কাল্পনিক মানুস সত্যিকার হয়ে কবিতা লেখাক এইবারে !
যার শিখি পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায় ...
সে রহে কোথায় হায় !!!!
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৯
আহসানের ব্লগ বলেছেন: বাহ প্রিয় আপা । অত্যন্ত সুন্দর হয়েছে । শুভেচ্ছা রইলো আপা ।
৩| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:২০
ইমরান বেলাল বলেছেন: খুব সুন্দ হয়েছে, অামার খুব ভাল লেগেছে
"তবু বরাবরের মতই বলবো,
কিছুনা কিছুতো না পাওয়া
যা আমাকে লেখায়
ভাবায় আবার তোমার প্রেমে পড়ে কবিতা লেখেতে।
কিন্তু সেই তুমিতো আজীবন কাল্পনিক।"
তারা আজীবন কাল্পনিক'ই থেকে যায় মনের ভেতরে :'(
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩০
আহসানের ব্লগ বলেছেন: বেলাল ভাইয়া অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে আর পাঠে অনেক শুভেচ্ছা রইলো ।
৪| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮
সুমন কর বলেছেন: সুন্দর। ভালো লাগা রইলো।
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩০
আহসানের ব্লগ বলেছেন: আপনার প্রতিও ভাইয়া অনেক অনেক শুভেচ্ছা আর ভাল লাগা ।
৫| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:১৬
আলম দীপ্র বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া !
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩১
আহসানের ব্লগ বলেছেন: নেক ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন চিরন্তন ।
৬| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৯
শায়মা বলেছেন: ওটা অবশ্য গান ছিলো ভাইয়া।
নজরুল সঙ্গীত!
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৬
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । ১২-১৪ টা ছাড়া অনেক গান ই শোনা হয়নি । শুনতে হবে তবে ।
৭| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩
অরুনি মায়া অনু বলেছেন: এখনো তার কল্পনায় বসবাস। বাস্তবে কবে ধরা দিবে? খুঁজুন তাড়াতাড়ি, কেউনা কেউতো আছেই।
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা । পৃথিবী অনেক কঠিন
৮| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ্। দারুণ কবতে ভায়া। আরো দু তিনটে জন্মাক। বা তার বেশি কিছু।
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৪
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া উৎসাহ দানে
৯| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৭
একজন সৈকত বলেছেন: "এখনো আমার মনে অতটুকুই প্রেম আচ্ছাদন যা তোমার বাড়ির রঙিন চিলেকোঠায় আটকে আছে বহুকাল। " চমৎকার!
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৬
আহসানের ব্লগ বলেছেন: ভাল থাকবেন ভাইয়া
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:৫২
আহসানের ব্লগ বলেছেন: মন ছবি বানাতে চাইলে এই ভিডিও টি দেখে শিখতে পারেন https://www.youtube.com/watch?v=PTXODijxdTE