নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো বিএনপি পন্থী ?

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৩৮

বেশি না কয়েক মাস আগেও প্রথম আলো সাইটে আওয়ামী লীগের পক্ষে লাইক কমেন্ট বেশি পড়তো । কিন্তু গত ৩-৪ মাস ধরে বিএনপি পন্থী লাইক কমেন্ট পড়ে ।

এ ব্যাপার টা যাচাই করার জন্য আমি সরকারের পক্ষে খুব নম্র ভাবে খবরের সাথে মানান সই ৪ টা কমেন্ট করেছি কিন্তু একটা কমেন্টও এপ্রুভ করা হয়নি ।
বিশ্বাস না হলে আপনিও যাচাই করে দেখতে পারেন ।

এই প্রথম আলো ৫ জানুয়ারী ভোট কেন্দ্রে নির্বাচনের সময় ভোট দিতে আসা মুসলিম মহিলাদের কপালে সিঁদুর পরিয়ে দেয় ফটোশপে তারপর তা পত্রিকায় প্রচার করে দেশে দাঙ্গা বাধায় ।

সাবেক সমাজ কল্যান মন্ত্রী ঠিক ই বলেছেন তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি ।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


"সাবেক সমাজ কল্যান মন্ত্রী ঠিক ই বলেছেন তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি । "

--হাঁড়গুলো ইনটেলিজেন্স হচ্ছে সময়ের সাথে?

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩২

আহসানের ব্লগ বলেছেন: কি উত্তর দেব ভেবে পাচ্ছি না ভাইয়া ।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:০৭

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম আলো আওয়ামীলিগকে পছন্দ করে না।
আর তারা নানাভেবে লিগের বিপক্ষে কাজ করে শুধু লিগের না মুক্তিযুদ্ধেরও বিপক্ষের শক্তি হয়ে গেছে।
একাত্তরের ভিতরে বাইরে প্রকাশ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাল্টে ফেলতে চায়। গণজাগরণ মঞ্চকে প্রশ্নবিদ্ধ করতে টিভি ক্যামেরা সামনের মেয়েটির মতো গল্প প্রকাশ করে।
জাফর ইকবাক একারণেই প্রথম আলোতে লেখেন না, লেখেন না আব্দুল গাফফার চৌধুরীও।
এরা ইউনুস গোষ্ঠি!

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩

আহসানের ব্লগ বলেছেন: এখন তো তাই বুঝতে পারছি ভাইয়া ।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:




----হাঁড়গুলো ইনটেলিজেন্ট হচ্ছে সময়ের সাথে?

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩

আহসানের ব্লগ বলেছেন: কি উত্তর দেব ভেবে পাচ্ছি না ভাইয়া ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:৩৭

কলাবাগান১ বলেছেন: আপনি কমেন্ট করেন, তাদের পক্ষে গেলে প্রকাশ করবে তাও আবার এডিট করে। প্লাস/মাইনাস আর কি বলব। এই নির্মম হত্যাকান্ডকে উনারা কোন মন্তব্য নাই শুধু সরকারের ছায়ায় এই হত্যাকান্ড তা প্রমানেই মরিয়া। উনাদের নিজের তৈরী একটা খবর ও দেখলাম সব ফেসবুক/বল্ড/বিদেশী ওয়েব সাইট কাট /পেস্ট... উনারা নয়া দিগন্ত কে ও ছাড়িয়ে গেছেন।

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

আহসানের ব্লগ বলেছেন: এরা কিভাবে নিরপেক্ষ তারপরেও ? :/

৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৫০

রায়হানুল এফ রাজ বলেছেন: প্রথম আলো তো পা চাটা গোলাম।

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

আহসানের ব্লগ বলেছেন: তাই তো মনে হচ্ছে ।

৬| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৮

ভাবনা ২ বলেছেন: প্রথম অালো তো গোড়া থেকেই বিএনপি জামাতি । তারা জানে তাদের কয়েক লক্ষ সলিট জামাতি বিএনপি পাঠক আছে । তাই প্রথম আলো তাদের দিকেই থাকবে । মানুষ কতবড় বুদ্ধু না হলে ধারণা করতে পারে প্রথম আলো নিরপেক্ষ ও আওয়ামীধারী বরং এটা বিএনপি জামাতির মুল প্রচার শক্তি । বাকিগুলি যথা আমারদেশ , নয়াদিগন্ত , সংগ্রাম , ইনকিলাব এগুলি তাদের নিক মানূষকে ঠকানোর জন্য মানুষ যারা প্রকাশ্যভাবে অন্যের সামনে এ পত্রিকা পড়তে বা রাখতে লজ্জা পায় তারা যেন প্রথম আলোতে দৌড়য়া যায় ।

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫

আহসানের ব্লগ বলেছেন: ই পত্রিকাতেই নবী জ্বী (সঃ) কে অবমাননা করা হয়েছিল ।

৭| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২৭

সজিব্90 বলেছেন: বি এন পি ওয়ালাদের জিজ্ঞেস করলে বলবে প্রথম আলো আওয়ামীপন্থী আর আওয়ামীওয়ালাদের জিজ্ঞেস করলে বলবে বি এন পি পন্থী , তার মানে হচ্ছে প্রথম আলো নিরপেক্ষ। পাবলিক কমেন্টস গুলো হয়ত সরকারের বিরুদ্বে যায় তার মানে এটা বুঝানো যায় না সবাই বি এন পি করে, কিন্তু প্রথম আলোর কলাম গুলি বেশীর ভাগ আওয়ামীপন্থী বুদ্বিজীবিরা লেখে।

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮

আহসানের ব্লগ বলেছেন: সেই সকালে এই কমেন্ট টা করেছি এখোনো এপ্রুভ হয়নি অথচ আর সবার বিএনপি পন্থী কমেন্ট গুলো এপ্রুভ হচ্ছে ।

৮| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম আলো যথেষ্ট নিরপেক্ষ(আসলে দুই কূল রক্ষা তথা পাঠক ঠিক রাখা)। তবে তাদের মন্তব্য বিভাগ খুবই বাজে সিস্টেম। আমিও দেখেছি ভালো মন্তব্যও প্রকাশ করে না তারা...

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৯

আহসানের ব্লগ বলেছেন: সেটাই ভাইয়া এই পত্রিকা টার কপালে ভবিষ্যতে দুর্গতি আছে । বেশি দলকানা হলে পত্রিকা টেকেনা ।

৯| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

পথিকের পাঁচালী বলেছেন: প্রথম আলো বানরের পিঠা ভাগের মত এদিক ওদিক দুই দিকেই কামড়ায়। কিন্ত চূড়ান্ত কামড় টা আওয়ামীলীগকেই দেয়।

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

আহসানের ব্লগ বলেছেন: এক্সেক্টলি ভাইয়া ।

১০| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩০

জাহান আমি বলেছেন: প্রথম আলো তে বিএনপি বিরোধী নিউজ হলে তা প্রচ্ছদ এ থাকেনা।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া সে খবর থাকে শেষ পাতায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.