নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমাদের সিস্টেম চোর পালালে বুদ্ধি বাড়ে ?

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮

আওয়ামী লীগের ছোটো খাটো নেতা ইমতিয়াজের ছেলে যখন নিখোঁজ হয় তখন সে থানায় জিডি করে । পুলিশ দপ্তরে সকাল বিকেল ধরনা দিয়েও কাজ হয়নি । পুলিশ যদি প্রথম থেকেই এসব নিখোঁজ ছেলেদের হন্যে হয়ে খুঁজে বেড়াতো তবে আজ এ দিন দেখতে হতনা ।

এখন বেনজির সাহেব বলছেন নিখোঁজ হলে পুলিশ কে জানাতে ।
আজব ব্যাপার কার ছেলে মেয়ে নিখোঁজ হলে কোন মা বাবা পুলিশ কে জানায় না ?
ধন্যবাদ ইমতিয়াজ সাহেব কে ছেলের লাশ গ্রহণ না করার জন্য । শেয়াল কুকুর খাক তবু তিনি নেবেন না লাশ ।
আমাদের পুলিশ বাহীনির দশা হয়েছে
"চোর পালালে বুদ্ধি বাড়ে"

বেশি না ৬-৭ মাস আগেও পত্রিকায় খবর বেরোয় কূটনীতিক পাড়ায় চেক পয়েন্ট আছে কিন্তু পুলিশ নেই ।
হামলার আগেও পুলিশ ছিলনা থাকলেও তারা পাবলিক কে সার্চ করার প্রয়োজন মনে করেনি ।
ব্যাপার টা খুবই দুক্ষ জনক । সামান্য অবহেলার কারণে দেশ আজ খাদের কিনারে ।
তবুও শত ভাগ আশা রাখি এবং বিশ্বাস করি সরকার কুটনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

বিজন রয় বলেছেন: সব সময়ই তো চোর পালালেই বুদ্ধি বাড়ে।

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪০

আহসানের ব্লগ বলেছেন: :(

২| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: সরকার তো এখনো বলে দেশে কোন জঙ্গি নেই।

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪১

আহসানের ব্লগ বলেছেন: স্বীকার করে নিলে বিদেশী বিনিয়োগ আর আসবেনা ।

৩| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯

রায়হানুল এফ রাজ বলেছেন: যে দেশে মন্ত্রী বলে ঈদে বাড়ি গেলে তালা লাগিয়ে যাবেন সেই দেশে পুলিশ তো এমন কথা বলবেই।

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

আহসানের ব্লগ বলেছেন: তো ঈদে বাড়ি গেলে তালা তো লাগাতে হবেই ব্রো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.