নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
খবর দেখা বাদ দিয়েছি শুধু মাত্র লাইভ রিপোর্টারের কারণে । প্রযুক্তি উন্নত হয়েছে । কিন্তু রাস্তা ঘাটে, শহর মাঠে কোথাও সঠিক শুদ্ধ লাইভ রিপোর্ট করবে এমন রিপোর্টার মনে হয় বাংলাদেশে নাই ।
যেমন ধরুন অমুক স্থানে ২০০ কেজি বাঘাইড় মাছ পাওয়া গিয়েছে। সেখান থেকে আমাদের রিপোর্টার Abir।
অ্যাঁ শাম্মি আমরা এখন আছি অ্যাঁ আগ্রাবাদে অ্যাঁ এখানে দ্যাকতে পাচ্ছেন, এ পাচ্ছেন মাছ , বাঘাইড় মাছ ২৫০ কেজি এ সরি ২০০ কেজি ! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ শাম্মি আপনি শুনতে পাচ্ছেন ?
হ্যা আবির শুনতে পাচ্ছি বলুন, এইবারও আবির এক তত্ত্ব ফ্যার ফ্যার করবে!
অ্যাঁ শাম্মি আমরা এখন অ্যাঁ আগ্রাবাদে অ্যাঁ এখানে দ্যাকতে পাচ্ছেন, অ্যাঁ পাচ্ছেন মাছ , বাঘাইড় মাছ ৩০০ কেজি অ্যাঁ সরি ২০০ কেজি ! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ শাম্মি আপনি শুনতে পাচ্ছেন ?
ভাই এই যখন অবস্থা ? খবর কিভাবে দেখি ! দেশে কোনো নাটক ফাটক মুভি নাই দেখার মত, খবর টা যাও ছিলো তাও আর দেখা যাচ্ছেনা ।
০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৩১
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ।
২| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৮
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে।
০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৩১
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৩| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি বিনুদিত !!
০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৩২
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা
৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:১২
ইফতি সৌরভ বলেছেন: ঘটনা সত্য এবং যারা একটু সচেতন, তাদের সবার কানে ব্যাপারটা খুবই বিরক্তিকর। প্রমিত বাংলা বানান, শুদ্ধ উচ্চারণ এবং যথাযথ প্রয়োগ শুধু পরীক্ষাতে কেন সীমাবদ্ধ থাকে?
০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৩
আহসানের ব্লগ বলেছেন: সেটাই তো কথা ভাইয়া ।
৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: হে হে---
০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৩
আহসানের ব্লগ বলেছেন: ফে ফে
৬| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: একদম!
২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৬
আহসানের ব্লগ বলেছেন: পুরোটাই ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৮
blackant বলেছেন: আনন্দিত !