নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি,
সবকিছু মিলয়ে মানুষের নৈতিকতা,
সম্পর্ক, রক্ত, মন
বন্ধু - বুলিং শক্ত সময়।
ঘৃন্য মানস্তাত্বিক মনোভাব৷
স্বার্থপরতা - অন্যদের মনোযোগ পেয়েও অবহেলা করা।
যাদের থেকে পাওয়া যাবেনা তাদের নিয়ে ভাবধারা৷
সব মিলিয়ে একটা সুতো সব সময়,
দোদুল্য মান থাকে৷
মানুষের জীবন আর মানুষের ভালোবাসা,
একটা সুতো। ভালোবাসা আবেগ মায়া মমতা,
কিসের ওপর ভিত্তি করে কেই জানেনা৷
পৃথিবীতে গোলাপের পাপড়িতে কেউ মায়া খুজে পায়,
কিন্তু যেদিন শেষ পাপড়ি টা শুকিয়ে যাবে!
শেষ হয়ে যাবে ভালোবাসা! আর প্রেম?
২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৯
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর ।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: অন্য রকম কবিতা।