নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
ভদ্রলোক পশ্চিম বঙ্গে জয় লাভের জন্য গত কয়েক বছর ধরে বাংলাদেশের ব্যপারে চোখে টিনের চশমা দিয়ে একটার পর একটা মিথ্যে বলেই চলেছে, যেখানে তাদের ১ লক্ষের বেশী নাগরিক বাংলাদেশে প্রিমিয়াম লেভেলের চাকরি করছেন। বাংলাদেশে অল্প শিক্ষিত লোকেদের চাকরীর অভাব তেমন টা নেই। হ্যা উচ্চ শিক্ষিত লোকেদের চাকরীর অভাব আছে, কিন্তু উচ্চ শিক্ষিত লোকেরা তো আর ভারতে গিয়ে পড়ে থাকেনা । হ্যা কিছু অল্প লোক ভারতে থাকতে পারে । কিন্তু আমার বোঝে আসেনা ভারতে কি এমন কর্ম সংস্থানের ব্যবস্থা আছে যে সেখানে বাঙালি গেলেই কাজ পায়! এহেন মিথ্যে প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশ কে প্রতিনিয়ত হেয় করার মানে দেখিনা আমি।
বাংলাদেশ কে নির্বাচনী এজেন্ডা করে ঘারে কাঁঠাল ভেঙ্গে খাওয়ার মত ঘৃণ্য কাজ মনে হয় এবার আর না করলেই নয়। আজা আমাদের জিডিপি ভারত কে ছাড়িয়ে যাচ্ছে। পাকিস্তানের মুদ্রার মান থেকে আমাদের মুদ্রার মান বেশী। গ্লোবাল হাংগার ইন্ডেক্সে বাংলাদেশ ৮৮ তম যেখানে ইন্ডিয়া ৯৪ তম। অন্তত তাদের চেয়ে আমাদের অবস্থা ভালো আছে আর তারাই কিনা বলে আমরা না খেতে পেয়ে ভারতে গিয়ে কাজ করি । বাংলাদেশের ৯০ ভাগ লোকেরই ভালো শৌচাগার আছে যেখানে তাদের ৫০ ভাগ লোকেরই শৌচাগার নেই ।
শুধু মাত্র নির্বাচনে জয়ের জন্য কেউ প্রতেবেশীর দিকে এমন ছুড়ি চালায় তা ভারত কে দেখলেই জানা যায়।
তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু ছেড়ে কথা বলেন নি। প্রথম আলোকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন,
"অমিত শাহর মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন প্রথম আলোকে বলেন, ‘পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছেন, দেখেও দেখেন না, জেনেও জানেন না। তবে তিনি (অমিত শাহ) যদি সেটা বলে থাকেন, আমি বলব, বাংলাদেশ নিয়ে তাঁর জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না। এখানে কোনো মঙ্গাও নেই।’
সামাজিক অনেক সূচকে বাংলাদেশের এগিয়ে থাকার প্রসঙ্গ টেনে আব্দুল মোমেন বলেন, ভারতের লোকদের ৫০ শতাংশের ভালো কোনো শৌচাগার নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো শৌচাগার ব্যবহার করেন। তাঁরা যদি এ ধরনের চিন্তা করে থাকেন, তাহলে আমি বলব, তাঁদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। আমার দেশের শিক্ষিত লোকের চাকরির অভাব আছে। তবে কম শিক্ষিত লোকের চাকরির অভাব নেই। আর ভারতের এক লাখের বেশি মানুষ বাংলাদেশে চাকরি করে। তাই আমাদের ভারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। "
১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫
আহসানের ব্লগ বলেছেন: হ্যা আমিও তাই চিন্তা করছি ।
২| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২২
পলাতক মুর্গ বলেছেন:
১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৬
আহসানের ব্লগ বলেছেন: এমন ভাবার্থের অর্থ?
৩| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: বাংলাদেশী লোকজন কলকাতা আর চেন্নাই তে চিকিৎসার জন্য না গেলে ওদের ব্যবসায়ীদের খাদ্যের অভাব দেখা দিবে।
১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৬
আহসানের ব্লগ বলেছেন: সেটাই তো আমিও বলছিলাম ।
৪| ১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:০০
চাঁদগাজী বলেছেন:
"আমাদের জিডিপি ভারতকে ছাড়িয়ে যাচ্ছে", ইহা কি আপনার বক্তব্য? ইহা যদি আপনার বক্তব্য হয়ে থাকে, আপনি আজকের বিশ্বের সেরা গাধা।
১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫
আহসানের ব্লগ বলেছেন: সোর্স টা দেখুন, আপনার একটু লেখা পড়া করা উচিৎ।
https://www.youtube.com/watch?v=wkqwDtTDSkE&ab_channel=TheWire
আপনার মানসিক সুস্থতা কামনা করি । আমি নিজে এসব বক্তব্য বানাই নি। এগুলো মিডিয়াতে আলাপ হচ্ছে অনেক দিন ধরে ।
৫| ১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০০
শাহ আজিজ বলেছেন: করোনার ১ মাস যেতে না যেতেই কলকাতা নিউমার্কেটে ত্রাহি ত্রাহি রব উঠল ক্ষুধার জালায় । গাহাক নেই আর গাহাক আসে বাংলাদেশ থেকে । যাইহোক অমিত শাহ ভদ্রলোক নয় মোটেও । এনিয়ে করোনার শুরুতে পোস্ট দিয়েছিলাম ।
১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৭
আহসানের ব্লগ বলেছেন: তা তো অবশ্যই।
৬| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: সোর্স টা দেখুন, আপনার একটু লেখা পড়া করা উচিৎ।
https://www.youtube.com/watch?v=wkqwDtTDSkE&ab_channel=TheWire
আপনার মানসিক সুস্থতা কামনা করি । আমি নিজে এসব বক্তব্য বানাই নি। এগুলো মিডিয়াতে আলাপ হচ্ছে অনেক দিন ধরে ।
-"আমাদের জিডিপি ভারতকে ছাড়িয়ে যাচ্ছে", এই ষ্টাইটমেন্টের বিপক্ষে আপনি কিছু বলেননি; কি ঘোড়ার ডিমের পোষ্ট লিখেছেন?
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭
আহসানের ব্লগ বলেছেন: আমি এই স্টেটমেন্টের বিপক্ষে কেন লিখবো, আইএমএফের রিপোর্টই আছে বাংলাদের জিডিপি ভারত কে ছাড়িয়ে যাচ্ছে৷আপনি গুগুলে সার্চ দিন রিপোর্ট টা নিয়ে অনেক ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালের আর্টিকেল পাবেন৷ ইভেন রাহুল গান্ধী সহ অন্যান্য ভারতীয় রাজনীতিক রা মোদি কে সকাল বিকাল ধুয়ে দিচ্ছেন বাংলাদেশ থেকে পিছিয়ে পড়ায়৷ আপনি অনুগ্রহ করে ভাষা সংযত করুন। ব্লগের সুন্দর পরিবেশ আপনি নষ্ট করছেন৷ আপনার কাছে এমন ব্যাবহার আমি আশা করিনি৷ আমাদের জিডিপি ১৮৮৮ ডলার যেখানে ভারতের জিডিপি ১৮৭৬ ডলার৷ আমার স্টেটমেন্ট কে ভুল মনে হলে আপনি ই পর্যাপ্ত সোর্স দিয়ে আমাকে ভুল প্রমাণিত করলে খুশি হবো৷
৭| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখার ২য় প্যারায় আছে, "আজ আমাদের জিডিপি ভারতকে ছাড়িয়ে যাচ্ছে"; উহার পাশে কি উল্লেখ করেছেন যে, উহা আপনার ষ্টাইটমেন্ট নয়? ম্যাঁওপ্যাঁও মগজ নিয়ে লিখে ব্লগ ভরায়ে ফেলছেন।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৮
আহসানের ব্লগ বলেছেন: আপনি অনুগ্রহ করে ভাষা সংযত করুন। ব্লগের সুন্দর পরিবেশ আপনি নষ্ট করছেন৷ আপনার কাছে এমন ব্যাবহার আমি আশা করিনি৷ আমাদের জিডিপি ১৮৮৮ ডলার যেখানে ভারতের জিডিপি ১৮৭৬ ডলার৷ আমার স্টেটমেন্ট কে ভুল মনে হলে আপনি ই পর্যাপ্ত সোর্স দিয়ে আমাকে ভুল প্রমাণিত করলে খুশি হবো৷
৮| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪০
ahmedshishir700 বলেছেন: অমিত শাহ'কে কেনো জানি আমার মাওনসিক রুগি বলেই মনে হয়।ফ্রেমে আসতে এই লোকটা যা তা কথা বলে মূর্খের মতোই!!
১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৪
আহসানের ব্লগ বলেছেন: এই লোক ঠান্ডা মাথের মিথ্যেবাজ রাজনীতিবিদ।
৯| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৫
আহসানের ব্লগ বলেছেন: আপনাকে স্বাগতম ভাইয়া ।
১০| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৪
শদেব বলেছেন: বাংলাদেশের মানুষ ভারত যায়, খোলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে হাগু বিসর্জনের জন্য
১১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৫
শদেব বলেছেন: বাংলাদেশের মানুষ ভারত যায়, খোলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে হাগু বিসর্জনের জন্য
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৮
অধীতি বলেছেন: আব্দুল মোমেনের কথা যথার্থ এবং পরিশীলিতভাবে মন্তব্য করেছেন। তবে শিক্ষিত লোকের চাকরির অভাব থাকলে তো জাতি তাদের মেধাদের হারাবে।