নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ইসলাম পালন করতে গিয়ে যদি আপনি ধৈর্য্য হারিয়ে ফেলেন, আক্রমণাত্নক, অসভ্য এবং বদ মেজাজি হয়ে পড়েন। তবে জেনে নিন আপনি ইসলাম চর্চা করছেন না

১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

আওয়ামী লীগের একটা ব্যর্থতা আছে। যেভাবে শক্ত হাতে যুদ্ধপরাধী দের শায়েস্তা করেছিলো সেভাবে তারা ওয়াজ নসিহতের সময় সংখ্যা লঘুদের বিরুদ্ধে করা বিদ্বেস মূলক ভাষনে কোনো ব্যবস্থা নেয় নাই। দেদারসে তারা হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ওয়াজ নসিহত করেছে। একটা জনগোষ্ঠীকে তারা ঘৃণা ভরা বুক নিয়ে পাহাড়ের চূড়ায় দাড় করিয়ে রেখেছে, কয়েক বছর পর পর এই পাহাড়ের চূড়ো থেকে শুধু মাত্র একটা ধাক্কা দেয়া হয় আর, ব্যস এতেই বিশ্ব জুড়ে বাংলাদেশের নাম আবার কালো তালিকা ভুক্ত হয়ে যায়। নাসির নগর আর রামু থেকে শল্যা কোথাও কোনো বিচার হয় নাই। হাজার হাজার জনতা ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে নিউজ পোর্টাল গুলোর কমেন্ট বক্সে বিদ্বেস ছড়ায় তাতেও ব্যবস্থা নেয় নাই । এসব শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের সরকার কিছু করেনাই।

আমার ধর্ম আমার কাছে সেরা তাদের ধর্ম তাদের কাছে সেরা। এটা আমি কখোনোই পরিবর্তন করতে পারবোনা। এক জায়গার একজনের ঘটানো ঘটনার জন্য পুরো দেশে তান্ডব চালানোর অপরাধের ক্ষমা আল্লাহ তায়ালা করবেন না। আমাদের দেশ তেল সম্পদের ভরপুর দেশ না যে তেল বেঁচে খাবো, ওই পোশাক নাহয় শ্রম রপ্তানী করেই খেতে হবে আমাদের।

এভাবে চলতে থাকলে বাইরে থেকে কার্যাদেশ ও আসবেনা না, এ দেশের শ্রমিক ও কেউ নেবেনা।

না খেয়ে তখন হিন্দু মুসলিম সবাই মরবে। ভালো থাকবে শুধু ব্যবসায়ী গুলো। ধর্ম ব্যবসায়ীদের পেট খালি হবেনা, ক্ষুদায় থাকবো আমি আর আপনি।
"ইসলাম পালন করতে গিয়ে যদি আপনি ধৈর্য্য হারিয়ে ফেলেন, আক্রমণাত্নক, অসভ্য এবং বদ মেজাজি হয়ে পড়েন। তবে জেনে নিন আপনি ইসলাম চর্চা করছেন না।"
ডঃ বিলাল ফিলিপ্স।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

উদারত১২৪ বলেছেন: হম ঠিক বলছে

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৯

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: ওয়াজিরা খারাপ কিছু বলে না।ধর্মে যা আছে তাই বলে।সমস্যা থাকলে ধর্মের আছে ওয়াজিদের না। গ্রন্থের নামঃ সহীহ মুসলিম (ইফাঃ)
হাদিস নম্বরঃ (4370)
অধ্যায়ঃ ৩৩/ জিহাদ ও এর নীতিমালা
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
পরিচ্ছদঃ ১. যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমন পরিচালনা বৈধ
৪৩৭০। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) … ইবনু আউন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বললেন, আমি নাফি’ (রহঃ) কে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে, যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন কি না? তিনি বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে, এ (নিয়ম) ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ মুসতালিকের উপর আক্রমণ করলেন এমতাবস্থায় যে, তারা অপ্রস্তুত ছিল (তা জানতে পারেনি।) তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের (পূর্ণ বয়স্ক পুরুষ) হত্যা করলেন এবং অবশিষ্টদের (নারী শিশুদের) বন্দী করলেন। আর সেই দিনেই তাঁর হস্তগত হয়েছিল। (ইয়াহইয়া বলেন যে, আমার ধারণা হল, তিনি বলেছেন) জুওয়ায়রিয়া অথবা তিনি নিশ্চিতরূপে ইবনাতুল হারিছ (হারিছ কন্যা) বলেছিলেন। বর্ণনাকারী বলেন, এই হাদীস আমাকে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বর্ণনা করেছেন। তিনি সেই সেনাদলে ছিলেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

৩| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


ধর্ম কাজ করেছিলো আদি যুগে, এখন ইহা সমস্যা করছে।

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৯

আহসানের ব্লগ বলেছেন: শান্ত থাকলেই সমস্যা নেই বোধ হয়।

৪| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৩

বিটপি বলেছেন: আপনি কি শিওর কোন ওয়াজে সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছিল। কোন প্রমাণ দেখাতে পারবেন?

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৮

আহসানের ব্লগ বলেছেন: কি বলেন ভাই? ওয়াজ কি দেখেন নাকি দেখেন না? ইউটিউব ঘাটেন ওয়াজ গুলো দেখেন। ডঃ আব্বাসী বলেছেন হিন্দুদের বাড়ি ঘর দখল করলে জাহান্নামে যেতে হবেনা। এরকম হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঘুরছে।

৫| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

১৪০০ বছর আগে ইসলামচর্চা করতে গড়ে কতসময় পেত মুসলিমরা? এখন কত সময় পায়?

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৯

আহসানের ব্লগ বলেছেন: সময়ে তো সমস্যা নেই।

৬| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: মানুষ নিজ পরিবারের সঠিকভাবে দায়িত্ব পালন করে না। ইসলাম কি পালন করবে?

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৮

আহসানের ব্লগ বলেছেন: সেটাই তো কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.