নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
যুদ্ধে ভারতীয় শরণার্থী ক্যাম্পে কলেরার আক্রমনে অনেক অনেক শরণার্থী মারা গিয়েছিলেন। একটা বাচ্চা শিশু তার মৃত অর্ধ উলঙ্গ মায়ের বুক থেকে দুধ পানের চেষ্টা করছিলো, কয়েক ঘন্টা পরে সেই বাচ্চা টাও মারা যায়।
আমি কেন ঘৃণা করি আপনাদের পেয়ারের পা****কিস****তান কে?
আশা করি সেই উত্তর পেয়ে গিয়েছেন, ইনিয়ে বিনিয়ে ভারত আমাদের অনেক ক্ষতি করছে বলে আপনার বাবা দের পায়ে চুমু খেতে হবে এটা আমি মানতে পারলাম না। যখন আপনি ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ রেপ, ১ কোটী মানুষ দেশ ছাড়া, ট্রেজারীর সকল ডলার পাকিস্তান কতৃক আত্মসাত, পুরো দেশ টাকে নরক পুরীতে পরিণত করার সাথে শত শত জন সীমান্তের হত্যাকান্ডের সহীত তুলনা করে তৃপ্তির ঢেকুর তুলে পা**কিদের বলেন তারা নাকি আপনার ভাই। দুঃক্ষিত তখন আপনার সাথে আমার কথা নাই।
আমি নরম মনের মানুষ, এই ছবি গুলো দেখলে আমার অনেক কান্না পায়। ছেলে হয়ে জন্মেছি তাই পারিনা। অনেক লাখো সমুদ্র অশ্রু জমা আছে । এই আমার পূর্ব পুরুষদের এই ছবি গুলো দেখলে, এতো কষ্ট এতো বঞ্চণা এতো ত্যাগ এতো হত্যা লুন্ঠন সম্ভ্রমহানি। আল্লাহ তুমি এই জমিনের নব্য রাজাকার যারা পা***স্তান বলতেই অজ্ঞান তাদের পরাজিত করে দাও যেভাবে তুমি করেছিলে ৭১ এ।
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৪
আহসানের ব্লগ বলেছেন: আসলেই।
২| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: ৭১ এ আমরা সবার আগে সাহায্য পাই ভারতের কাছ থেকে। ইহা আমাদের সব সময় মনে রাখা দরকার।
০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:২৫
আহসানের ব্লগ বলেছেন: এটা তো মোল্লাতন্ত্র ভুলতে চায়।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৮
গরল বলেছেন: ইয়াহিয়া বা টিক্কা খান, কোন একটা বলেছিল যে যত পার বাঙালী ধর্ষণ কর, ছেলে খনও বাপের বিরুদ্ধে যাবে না। কথা ফলেছে, যার কারণেই বাংলাদেশে অনেক পাকি দেখা যায়।