নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
বাংলাদেশ কখনোই ভারতে নিজস্ব পাকৃতিক গ্যাস রপ্তানী করেনাই৷ বাংলাদেশ এলএনজি আমদানি করে ভারতে পুনঃরপ্তানী করেছে৷ এবং এটা অন্যের সম্পদ দিয়ে নিজে লাভ করার মতই৷ ঠিক যেমন আমেরিকান কোম্পানী গুলো অন্যের ফিল্ড থেকে তেল গ্যাস নিয়ে পুনঃরপ্তানী করে থাকে। মনে করেন আপনি থাইল্যান্ড থেকে থাই প্যান্ট আমদানী করে আবার ভারতে রপ্তানী করলেন৷ এই প্রসেস টাকে আমরা ক্লাস নাইন টেনে জেনেছি পুনঃরপ্তানী নামে।
কিন্তু বুয়েটে পড়া আবরার ছাত্রলীগের হাতে নিহত হওয়ার আগে স্টেটাসে লিখেছিলো বাংলাদেশ গ্যাস ভারত কে দিয়ে দিচ্ছে৷
তাই ২৫ টা ছাত্র মাথা ঠিক রাখতে না পেরে মেরে ফেললো একটা জীবন্ত মেধাবী ছাত্র কে৷
আমিও চাই ওদের শাস্তি হউক৷ রাজনীতিতে মাথা গরম করলেন তো হেরে গেলেন৷ এরা সবাই বুয়েটের ছাত্র, যদু মধু কলেজের থার্ড গ্রেড পাওয়া কথিত স্টুডেন্ট না, একদম সাক্ষাত মেধাবী৷ আবরার মরে গেলো, আর ২৫ টা ছাত্র জিন্দা লাশ হয়ে গেলো৷ জীবন টা জেলে পচে মরবে৷
আমি চাই ওদের শাস্তি হউক, সেই সাথে ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত দিনে গড়ে কতজন আওয়ামী কর্মী কে হত্যা করা হয়েছিলো সেই শাস্তি কি আপনি চেয়েছেন?
সেই সময় এতো শত শত রগ কাটার খবর পেয়েছি তাও কিভাবে যেন আল্লাহর অশেষ রহমতে লীগ টিকে ছিলো।
আওয়ামী লীগের আমলে আবরার হত্যার বিচার পেয়েছেন, কিন্তু জোট সরকারের আমলে রগ কাটার বিচার চাওয়ার চিন্তাও কেউ করতে পারেনাই৷
©somewhere in net ltd.