নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

১৬ বছরের কিশোরী ও রেহাই পাচ্ছেনা

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১৭


১৬ বছরের কিশোরী ও রেহাই পাচ্ছেনা। ইরানী পুলিশের মতে সবাই আত্মহত্যা করতেসে।

ইরান যদি মনে করে নিজ নাগরিক দের হত্যা করে তারা টিকতে পারবে তবে তা অসম্ভব রকমের ভুল, বেয়নেটের নিচে কোনোদিন কোনো জাতিকে আটকে রাখা যায় নাই। অথচ প্রথম দিনেই পুলিশ সদেস্য দের কাস্টডি তে নিয়ে জনতাকে দমিয়ে রাখা যাতো। প্রথম দিনেই জনতাকে ঠান্ডা করা যেতো। মাশা আমিনির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছে স্বজনেরা।
এখন পর্যন্ত ১৩৩ জনকে হত্যা করা হয়েছে।

আর আমরা যারা ইরানী সরকারের পক্ষে কথা বলছিঃ
ওদের জনতাকে ডিসাইড করতে দিন তারা আপনার থেকে কম বোঝেনা।
নবী সাঃ এর আমলে কোনো এধরণের পুলিশিং ছিলনা। কোন দিন শুনিনাই এবং কোনো ইতিহাসে পড়িনাই কারো চুল দেখা যাওয়ার অপরাধে হত্যা করতে অথবা ৭৪ টা দোররা মারা হতে।
যে যার চাল চলন অনুযায়ী বেহেশত জাহান্নাম আল্লাহ নির্ধারণ করবেন।
হাশরের ময়দানের আমল নামা নিয়ে বিচার হবে। সেই বিচার আপনার হাতে আল্লাহ দেয় নাই। আল্লাহ হকের বিচার আল্লাহ তায়ালা নিজে করবেন।

যত যাই হউক, চুল দেখার গেসে তাই হত্যা? মানলাম ওরা ভুল। ওরা ১০০% ভুল তাই বলে হত্যা? এ কেমন নিষ্ঠুরতা!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩০

অপ্‌সরা বলেছেন: মন খারাপ হয়ে যায় ভাইয়া। :(

পুলিশদের উপর এখন আসমান থেকে গজব পড়া ছাড়া আর কোনো উপায় নেই। :(

তখনই বোধদয় হবে।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫২

আহসানের ব্লগ বলেছেন: আহ ইরান কি ছিলো কোথায় চলে গেলো।

২| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৭

নতুন বলেছেন: আমাদের দেশে এমন আইনের ভক্তের অভাব নাই :(

মানুষ কেন যে মুক্ত চিন্তা করতে পারেনা বুঝিনা।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫২

আহসানের ব্লগ বলেছেন: যখন নিজেরা এই গ্যাড়াকলে পড়বে তখন ওদের মতন রাস্তায় নামবে আর ভুগবে।

৩| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: পুলিশ দন্ডদাতা হতে পারে না। পুলিশের কাজ আইনের হাতে সোপর্দ করা।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৩

আহসানের ব্লগ বলেছেন: কিন্তু ওরা কি আর তা মানবে।

৪| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৪

শেরজা তপন বলেছেন: ভাল বলেছেন।
কেন এই আজগুবি আইন সেটা আমার মাথায় আসেনা :(

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৩

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

৫| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৭

মুুজতাহিদুল বলেছেন: অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।
অতি রক্ষণশীলতাই এর জন্য দায়ী।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৩

আহসানের ব্লগ বলেছেন: ইরান এখন পুরোটাই জেল।

৬| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৩

কামাল৮০ বলেছেন: নবীর সময় রাষ্ট্রছিল না তাই পুলিশ ছিল না।তারা নিজেরাই ছিল পুলিশ।নিজেরাই ছিল বিচারক।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৪

আহসানের ব্লগ বলেছেন: কিন্তু এমন কথায় কথায় বেত্রাঘাতের কোনো দলিল কেউ দেখাতে পারছেনা।

৭| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১:০৪

খাঁজা বাবা বলেছেন: ইরান সরকারের ব্যখ্যা কি?

বাংলাদেশে হাজার হত্যার পরেও সরকার টিকে আছে। ইরানেও থাকবে।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৪

আহসানের ব্লগ বলেছেন: বাংলাদেশে এই পর্যায়ে যায় নাই ।

৮| ১০ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জোর করে হিজাব চাপিয়ে দেয়া এই জঘন্যতার তীব্র নিন্দা জানাই।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৫

আহসানের ব্লগ বলেছেন: ওরা জোর করা চাপিয়ে দেবে শাস্তির নতুন আইন করবে। অথচ তাহলে জাহান্নাম কিজন্যে আছে!

৯| ১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: আমেরিকার উচিৎ ইরান কে একটা শিক্ষা দেওয়া।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৫

আহসানের ব্লগ বলেছেন: মনে হয় না এটা আর পারবে। ইরানের ক্ষেপনাস্ত্র অনেক শক্তিশালী এখন।

১০| ১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:২০

ইলুসন বলেছেন: দেশটা টিকেই আছে ধর্মের বিভিন্ন অনুশাসনের দোহাই দিয়ে। এখন যদি সবার মধ্যে এই ভয় না থাকে তাহলে তো তাদের রাষ্ট্র-ব্যবস্থা টিকিয়ে রাখাই কষ্ট হয়ে যাবে। সত্যি বলতে গেলে কেউ কোনদিন জোর করে টিকে থাকতে পারেনি। আজ হোক বা কাল, পতন হবেই।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৬

আহসানের ব্লগ বলেছেন: খোমেনির টিকে থাকা কষ্ট হবে। এটাই মূল ইস্যু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.