নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ঘুষ ছাড়া আপনার কোন কাজ হবে না

১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৫

চট্টগ্রাম মেডিকেলে 15-20 জন মেধাবী ছাত্র-ছাত্রী মেডিকেল টেস্ট করাতে আসছিলো। এরা যেখানেই যাচ্ছিলো প্রভাব খাটিয়ে সাধারণ জনগন কে পাশ কাটিয়ে সিরিয়াল ভেঙ্গে আগে কাজ সারছিলো। অমার বাবা হার্টের রোগী, সাথে কিডনীতে পাথর এবং ব্যাথা। আব্বু কে নিয়ে 1 ঘন্টা আগে এসেওে তাদের কারণে আরও 2 ঘন্টা দেরী হয়েছে। প্রথমে নতুন বিল্ডিং এ পস্রাব পরীক্ষার সময়। এরা পরে এসেও আমার বাবাকে আগে ওয়াসরুমে ঢুকতে দেয় নাই। পাক্কা তাদের 15 জন শেষ হয়েছে তারপর আব্বু কাজ সারতে পারসে। তারপর আব্বুকে নিয়ে যাই 15 নম্বর ওয়ার্ডে আল্ট্র আর এক্সরে এর জন্য। 1 ঘন্টা লাইন ধরার পরে দেখি এরা আবার এখানে এসে হাজির। এবং এখানেও এরা সেম কাজটাই করতেসে।
এরপর আমি সহ কয়েকজন ধরি। তারপরেও তাদের লজ্জা নাই। এখানেও তাদের কারণে দেরী হয়েছে।
মূল কথা এরা মেধাবী। এরা বেগম পাড়া বানাবে। ঘুষ ছাড়া আপনার কোন কাজ হবে না। কিন্তু দিন শেষে এসব নিয়ে ক্যাচাল করে আমরা সাধারণ ভাই বন্ধুদের মাঝে মন কালাকালির দরকার নাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪১

নিমো বলেছেন: এত মেধাবী লইয়া, আমরা কী করিব। ওহ!সহজ সমাধান!কোটা আন্দোলনের কফিন মিছিলতো খালি রাখার সুযোগ নাই। দাও বানিয়ে বলির পাঁঠা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.